

Amazon-এ চলছে Amazon Fab Phone Fest। এই সেলে একাধিক জনপ্রিয় স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ৪০% পর্যন্ত ছাড়, সঙ্গে রয়েছে no cost EMI আর এক্সচেঞ্জ আফার। ১৩ জুন পর্যন্ত চলবে এই সেল।


এই সেলে মাত্র 27,999 টাকায় পাওয়া যাচ্ছে OnePlus 6T ফোনের 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। 8GB RAM ও 256GB স্টোরেজের দাম 31,999 টাকা। পাশাপাশি এই সেলে সস্তা হয়েছে OnePlus 6T Marvel edition ও, এই ফোনটি এখন পেয়ে যাবেন মাত্র 41,999 টাকায়। এই ফোনে রয়েছে 10GB RAM ও 256GB স্টোরেজ।


সদ্য লঞ্চ হওয়া OnePlus 7 আর OnePlus 7 Pro-ও সস্তা হয়েছে এই সেলে। এই ফোনের ওপর থাকছে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়। কেনার সময় ১,৫০০ টাকা ছাড়, আর আপনি যদি এসবিআই ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কেনেন তা হলে পেয়ে যাবেন অতিরিক্ত ৫০০ টাকা ছাড় পাবেন।


Xiaomi Mi A2- 10,999 টাকায় পেয়ে যাবেন 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। পাশাপাশি রয়েছে ‘নো কস্ট ইএমআই’।


এই সেলে অনেক কম দামে পেয়ে যাবেন iPhone XR, iPhone X। iPhone XR -er 64GB ভেরিয়েন্টের দাম পড়বে 58,999 টাকা আর iPhone X-এর 64GB ভেরিয়েন্টের দাম 67,999 টাকা।


এই সেলে দাম কমেছে Samsung Galaxy S10-এর। এই ফোনের 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পেয়ে যাবেন 5,০০০ টাকার ছাড়। একইসঙ্গে 8GB RAM আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ৮,০০০ টাকার ছাড়। সঙ্গে রয়েছে ‘নো কস্ট ইএমআই’।


এই সেলে Vivo NEX ফোনটি পেয়ে যাবেন মাত্র 39,990 টাকায়। 8 GB+128 GB স্টোরেজ ভেরিয়েন্টের ওরিজিনাল দাম 44, 990 টাকা। আর Vivo V15 পেয়ে যাবেন মাত্র 19,990 টাকায়।