

আর কেউ সজত্নে আপনার অতীত মনে রাখুক ছাই না রাখুক, ফেসবুক রাখবেই! সকালবেলা টিংটং করে ঘণ্টি বাজবে-- ইয়োর মেমরি... এবার স্মৃতি মানেই তা মধুর হবে, এমনটা তো নয়! অনেক পুরনো স্মৃতিই আপনি মুছে ফেলতে চান! কিন্তু সে তো বহু বছর আগেই পোস্ট করে ফেলেছিলেন ফেসবুকে! এখন কীভাবে মুছবেন ? টেনশন শিকেয় তুলুন! ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট না করেই ডিলিট করুন আপনার পুরনো পোস্ট! কীভাবে ? পড়ুনPhoto Source: Collected


প্রোফাইলে গিয়ে Activity Log ক্লিক করুন। টাইমলাইনে আপনার প্রতিটা অ্যাক্টিভিটি, এমনকী শেয়ার, কমেন্ট, লাইক-এর বিস্তারিত তালিকা চলে আসবে। মোবাইল-এ Filters এবং ডেক্সটপে Filter অপশন ক্লিক করে বেছে নিনি কী ধরনের পোস্ট দেখতে চান। এবার এরমধ্যে কোনও কনটেন্ট ডিলিট করতে চাইলে এলিপসিস আইকন ক্লিক করে রিঅ্যাকশন বা ট্যাগ সরিয়ে দিন।


পুরনো ছবি ডিলিট না করে হাইড করতে পারেন। যে পোস্টটি হাইড করতে চান তার পাশের এলিপসিস-এ ক্লিক করে Hide from Timeline অপশন সিলেক্ট করুন। যদি শুধু আপনি দেখতে চান, Only me অপশন ক্লিক করুন।Photo Source: Collected