

সারাক্ষণ মোবাইল ফোনে বা কম্পিউটারে চোখ রাখাই এই প্রজন্মের নতুন হাল ফ্যাশন। তবে শুধু ফ্যাশন বললে ভুল হবে। কাজের প্রয়োজনেও আজকাল ডিজিট্যাল মাধ্যমে সব সময় চোখ রাখা ছাড়া উপায়ও থাকে না। কিন্তু এর ফলে ক্ষতি হচ্ছে আপনার চোখ ও শরীরের। মস্তিস্কতেও পড়ছে চাপ। তবে কয়েকটি সহজ উপায়ে মুক্তি পাওয়া যেতে পারে এই সমস্যা থেকে।photo source collected


দিনে বেশ কয়েকবার চোখে ঠাণ্ডা জলের ঝাপটা দিন। বাইরে থেকে এসে অথবা কম্পিউটারে বসে একটানা কাজের করার ফাঁকে চোখে জলের ঝাপটা দিন। এই কাজটাকে অভ্যেসে বদলে ফেলুন।photo source collected


বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে 'নাইট মোড' বা 'ওয়ার্ম মোড' থাকে। এই অপশনটি অন করলেই ফোনের স্ক্রিনের রঙ বদলে যায়। এর ফলে স্ক্রিন থেকে বের হওয়া ক্ষতিকর নীল রশ্মির পরিমাণ কম থাকে। এর ফলে আপনার চোখ কিছুটা হলেও ক্ষতিকর রশ্মির হাত থেকে রেহাই পাবে। কম্পিউটারের ক্ষেত্রে ওয়ার্ম গ্লাস প্রোটেক্টর ব্যবহার করুন। এতে আরাম পাবেন।photo source collected


বিছানায় শুয়ে মোবাইল দেখার অভ্যেস থাকলে এখুনি বদলে ফেলুন। কারণ, শুয়ে মোবাইল দেখলে চোখের সঙ্গে দূরত্ব সমান থাকে না। চোখের পেশিগুলির উপরেও চাপ পড়ে। বেশিদিন এই অভ্যাস বজায় রাখলে প্রভাব পড়ে চোখে। চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে। হতে পারে মাথা ব্যাথাও। তাই মোবাইল দেখুন বসে। শুয়ে শুয়ে একেবারেই নয়।photo source collected