

Google Pay একটি অনলাইন পেমেন্ট অ্যাপ, যা UPI-এর সাহায্যে টাকার লেনদেন করতে পারেন সহজেই। এর ডিজিটাল ওয়ালেট স্টোর, অনলাইনে কেনাকাটা বা কাউকে টাকা পাঠানোর জন্য কাজে আসে।


এর জন্য ব্যবহারকারীদের শুরু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়। আপনার যদি একটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে গুগল আপনাকে একাধিক অ্যাকাউন্ট Google pay-টে লিঙ্ক করার অপশন দেয়। আপনি যদি একাধিক অ্যাকাউন্ট যোগ করতে চান তাহলে ফলো করুন কিছু সহজ পদ্ধতি।


সবার প্রথমে নিজের Google Pay অ্যাকাউন্টে যান। হম পেজের ডান হাতের উপরে More বলে আইকন দেখতে পাবেন, তাতে ট্যাপ করুন।


এবার Settings-এ ট্যাপ করে Payments methods-এ যান। এখানে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করুন। অ্যাড কারার জন্য লিস্ট থেকে নিজের ব্যাঙ্কের নাম বেছে নিন।


এরপর আপনাকে কিছু তথ্য ভোরতে হবে, যেমন - আপনার ATM কার্ডে শেষের ৬ টি ডিজিট আর এক্সপায়ারি ডেট। তারপর আপনার দেওয়া তথ্য ব্যাঙ্কের সঙ্গে ভেরিফাই করবে। ভেরিফিকেশনের জন্য ব্যাঙ্ক থেকে একটি SMS চদ আসবে আপনার ফোন নম্বরে। এবার নতুন UPI PIN অ্যাড করে কনফার্ম করুন।