আপনি কাছে এই অ্যাপগুলিতে টাকা ট্রান্সফারের আবেন আসতে পারে, যা আপনার লোকসানের কারন হতে পারে। কিছু কিছু UPI প্লাটফর্মে টাকা পে আর আবেন দুটো অপশনই থাকে। এমন কোনও অ্যাপ থেকে হ্যাকাররা আপনাকে টাকা ট্রান্সফারের আবেদন পাঠাতে পারে। আর আপনি যদি সেই আবেদন অ্যাকসেপ্ট করতে চান তা হলে আপনাকে PIN দিতে হবে, এমন বলবে।