

জনপ্রিয় রেস্তোরাঁ, কোনও বড় দোকান, পছন্দের জায়গা খুঁজত হলে প্রায়শই Google Maps-এর সাহায্য নেওয়া হয়। ম্যাপের লোকেশন ট্র্যাক করে অনেক সময়ে গন্তব্যেও পৌঁছে যাওয়া যায়। এ বার সেই বিষয়টিকেই একটু নতুন ভাবে সাজানো হল। Google Maps-এ যুক্ত হল কমিউনিটি ফিড (Community Feed) ফিচার।


এই ফিচারটির সাহায্যে আশেপাশের পছন্দের জায়গাগুলি সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন ইউজার। Google Maps-এর 'Explore' ট্যাবের নতুন এই কমিউনিটি ফিডে যাত্রাপথের আশেপাশের স্থানীয় সমস্ত দোকান, পছন্দের জায়গা দেখা যাবে। থাকবে সংশ্লিষ্ট জায়গাগুলির ছবি, পোস্ট ও রিভিউও।


ব্যবহারকারীদের পছন্দের জায়গা, পরিষেবার পাশাপাশি একাধিক স্থানীয় উদ্যোগ ও ব্যবসাকেও একছাদের তলায় আনার চেষ্টা করছে এই কমিউনিটি ফিডস (Community Feeds) ফিচার। এমনই জানাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। সংস্থার কথায়, ধরা যাক, কোনও ব্যবহারকারীর হেলদি ফুড সেগমেন্টে আগ্রহ রয়েছে বা গ্রিক ক্যুইজিনের প্রতি টান রয়েছে।


এ ক্ষেত্রে কেউ যদি Google Maps-এর ফুড ও ড্রিংকস প্রেফারেন্সে গিয়ে নিজের ইন্টারেস্ট মার্ক করে রাখেন, তা হলে এই জাতীয় একাধিক ক্যুইজিন বা হেলদি ফুডের দোকান, রেস্তোরাঁ, দোকানের ছবি বা বিজনেস পোস্টের রেকমেনডেশন আসবে সংশ্লিষ্ট ব্যবহারকারীর কাছে। দোকানের ঠিকানা, পরিষেবা, রিভিউ সংক্রান্তও যাবতীয় তথ্য পাওয়া যাবে। এতে গ্রাহক বা ব্যবহারকারীদের ক্ষেত্রে যেমন সুবিধা মিলবে, ঠিক তেমনই স্থানীয় ব্যবসাগুলিও উপকৃত হবে।


Google-এর তরফে আরও জানানো হয়েছে, Google Maps-এর Explore ট্যাবের এই কমিউনিটি ফিডের (Community Feeds) সাহায্যে মানুষজনকে তাঁদের পছন্দের পাশাপাশি বিশ্বস্ত নানা সংস্থার আপডেট ও রেকমেনডেশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়িক পরিষেবাগুলির রিভিউ-রেটিং, ছবি, ক্রেতাদের নানা জিজ্ঞাসা, আপডেটেড ঠিকানা ও অন্যান্য সমস্ত বিষয় তুলে ধরা হবে। যাতে সমস্ত দিক যাচাই করে নিতে পারেন গ্রাহকরা। সব মিলিয়ে প্রায় ২০ মিলিয়নের বেশি নানা রকমের পরিষেবার তথ্য তুলে ধরবে এই কমিউনিটি ফিডস (Community Feeds) ফিচার।


উল্লেখ্য, দিন কয়েক আগেই অ্যান্ড্রয়েড ও iOS ভার্সানের Google Maps-এ একাধিক নতুন আপডেট নিয়ে এসেছিল Google। এ ক্ষেত্রে Google Maps অ্যাপে একটি আপডেটেড COVID 19 লেয়ার রয়েছে। রয়েছে একটি নতুন ইন্ডিকেটর। যেখানে লাইভ ট্রানজিট ক্রাউডনেস অর্থাৎ যাতায়াতের রাস্তায় ভিড় সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।