

নতুন বছরের শুরুতেই নিজেদের ইমেল সার্ভিসে তিনটি নতুন ফিচার নিয়ে এল গুগল। কোম্পানি জানিয়েছে শিঘ্রই তিনটি নতুন ফিচার পৌঁছে যাবে গ্রাহকের কাছে। (Photo collected)


নতুন ফিচারে ইমেল কম্পোজ করার সময় অনডু/ রিডু করা যাবে। “ইমেল কম্পোজ করার সময় আনডু করা যাবে। আনডু করলে প্রয়োজন রিডু। তাই আনডুর সাথে রিডু অপশানও যোগ করেছি আমরা।” এক বিবৃতিতে জানিয়েছে গুগল। (Photo collected)


ইমেল কম্পোজ করার সময় ফর্ম্যাটিং এ যে কোন লেখাকে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করা গেলেও জিমেল এ এতদিন কোন লেখা স্ট্রাইকথ্রু করার অপশান ছিল না। নতুন ফিচারে ইমেলের মধ্যে যে কোন লেখা স্ট্রাইকথ্রু করা যাবে। (Photo collected)


এছাড়াও জিমেল থেকে যে কোন মেসেজ ডাউনলোড করা যাবে। .EML ফর্ম্যাটে সেভ হবে ফাইল। অ্যাটাচমেন্ট হিসাবে মেসেজগুলি ডাউনলোড করা যাবে। (Photo collected)


গত বছর অগাস্ট মাসে জিমেল কে আরও সুরক্ষিত করতে নতুন কনফিডেনশিয়াল মোড নিয়ে এসেছিল গুগল। যেমন ধরুন আপনি ইমেল মারফৎ আপনার গুরুত্বপূর্ণ কোন তথ্য পাঠাতে চান। কনফিডেনশিয়াল মোড অন থাকলে সেই ইমেল নিজে থেকেই কিছুদিন পরে যাঁকে পাঠিয়েছেন তাঁর ইনবক্স থেকে ডিলিট হয়ে যাবে। (Photo collected)


এর সাথেই যাঁকে পাঠালেন তিনি এই ইমেল কখনই ফরওয়ার্ড করতে পারবেন না। এইভাবে আপনি গুরুত্বপূর্ণ তথ্য অন্য লোকের হাতে চলে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন। (Photo collected)