নতুন এই ক্যাশব্যাক অফারটি জিও নিয়ে এসেছে JioFiber ব্যাঙ্ক পার্টনার রিচার্জ অফারের অধিনে। এই অফারটির জন্য সিটি ব্যাঙ্ক (Citi Bank) এর সঙ্গে যুক্ত হয়েছে জিও। এই অফারটি বিশেষ সেই গ্রাহকদের জন্য যারা জিও রিচার্জ করার সময় Citi Bank-এর ডেবিট ও ক্রেডিটের মাধ্যমে পেমেন্ট করেবেন।