

ফ্লিপকার্টে চলছে Poco Days সেল। আজ এই সেলের শেষ দিন। পোকো ডেজ সেল গ্রাহকরা আকর্ষণীয় দামে পেয়ে যাবে Poco X3, Poco C3, Poco M2 আর Poco M2 Pro স্মার্টফোন। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অফারও। আপনি যদি পোকো ফোন কেনার কথা ভাবছিলেন তাহলে আর দেরি না কেনে কিনে নিতে পারেন এই সুযোগে।


Poco X3- পোকো X3-র ৬জিবি র্যাম আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম কমেছে ১০০০ টাকা। মানে সেলে আপনি ফোনটি কিনতে পারবেন ১৫,৯৯৯ টাকায়। আবার ৮জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের উপরে রয়েছে ২০০০ টাকার ছাড়। অর্থাৎ আপনি ফোনটি পেয়ে যাবেন ১৬,৯৯৯ টাকায়।


Poco M2 Pro-এর উপরেও রয়েছে বিশাল ছাড় - পোকো এম২ প্রো-র ৪জিবি র্যাম আর ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের উপরে রয়েছে ১০০০ টাকার ছাড়। এই সেলে ফোনটির দাম কমে হয়েছে ১৩,৯৯৯ টাকা। আর পোকো এম২ প্রো-র ৬ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টও পেয়ে যাবেন ১৩,৯৯৯ টাকায়, মানে এই ভেরিয়েন্টের উপরে রয়েছে ২০০০ টাকার ছাড়।


ফ্লিপকার্টের Poco Days সেলে Poco M2 ফোনের উপরে রয়েছে ১০০০ টাকার ডিসকাউন্ট। পোকো এম ২ ফোনটির দাম ১০,৯৯৯ টাকা, এই সেলে আপনি পেয়ে যাবেন ৯,৯৯৯ টাকায়। পোকো এম ২-র ৬ যিনি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের উপরে রয়েছে ২০০০ টাকার ছাড়, মানে এই ফোনটি এখন পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায়।