Flipkart-এ চলছে Big Saving Days সেলে, iPhone 11, Asus ROG Phone 3-সহ একাধিক ফোনে আকর্ষণীয় ছাড়
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আগামীকাল পর্যন্ত Flipkart-এ এই সেল উপলব্ধ থাকবে। পাওয়া যাবে নো-কস্ট EMI থেকে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা
Flipkart Big Saving Days Sale: জানুয়ারিতেই একাধিক অফার নিয়ে হাজির হয়েছিল ই-কমার্স জায়েন্ট Flipkart। এবার আবারও ফ্লিপকার্টে শুরু হচ্ছে Big Saving Day's সেল। ফোন থেকে গ্যাজেট, একাধিক জিনিসে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। আগামীকাল পর্যন্ত Flipkart-এ এই সেল উপলব্ধ থাকবে। পাওয়া যাবে নো-কস্ট EMI থেকে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা। SBI Credit Card ব্যবহারকারীরা যে কোনও মোবাইল ফোন কেনাকাটায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারে। এছাড়াও বিশেষ কিছু স্মার্ট ফোনে থাকছে বিশেষ ছাড়।
advertisement
Apple iPhone 11 - Apple iPhone 11 (64 GB), যার বাজার মূল্য ৫৪ হাজার ৯০০ টাকা, এই সেলে পাওয়া যাবে ৪৬ হাজার ৯৯৯ টাকায়। এই ফোনটি পাঁচটি রঙে উপলব্ধ রয়েছে। 6.1-inch লিকুইড রেটিনা HD LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে। পাশাপাশি 12MP প্রাইমারি ক্যামেরা ও A13 বায়োনিক চিপ। SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই ফোন কিনলে ১০ শতাংশ ছাড় পেতে পারেন। এতে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে।
advertisement
Realme X3 SuperZoom-এর বাজার মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা। এই সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ২২ হাজার ৯৯৯ টাকায়। 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজের এই ফোনে রয়েছে 4,200 mAh ব্যাটারি, যাতে ৩০ ওয়াটের একটি চার্জার পাওয়া যাচ্ছে। এর ক্যামেরার জন্যই বিখ্যাত এই ফোন। রয়েছে 64MP + 12MP +8MP + 2MP ক্যামেরা। পাশাপাশি 60x ডিজিটাল জুম। এই ফোনে নো কস্ট EMI পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
advertisement
