

১৬ অক্টোবর থেকে ফ্লিপকার্টে (Flipkart) শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডেজ (Big Billion Days) সেল আর ১৭ অক্টোবর থেকে অ্যামাজনে শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (Great Indian Festival 2020) সেল। ফ্লিপকার্টে এই সেলের সময় মোটোরোলার স্মার্টফোনে পাওয়া যাবে বিশাল ছাড়। গ্রাহকরা এই সেলের সময় মোটোরোলার ফোন কিনতে পারবেন ৪০,০০০ টাকা পর্যন্ত কম দামে। যদিও এই সেল শুরু হতে এখনও কিছু দিন সময় আছে। তাই আগেই জেনে নিন ফ্লিপকার্টের এই সেলে কোন কোন ফোনের উপরে থাকবে ভারি ডিসকাউন্ট।


Motorola Razr - সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Motorola-র নতুন ফোল্ডিং স্মার্টফোন Razr 5G। ভারতে এই স্মার্টফোনটির দাম ১,২৪,৯৯৯ টাকা কিন্তু এই সেলে গ্রহাকরা ফোনটি কিন্তু পারবেন ৮৪,৯৯৯ টাকায়। মানে এই ফোনে রয়েছে ৪০,০০০ টাকার বাম্পার ছাড়। Razr 5G ফোনে রয়েছে দুটি ডিসপ্লে। এর প্রাইমারি ডিসপ্লে হল এইচডি প্লাস ৬.২ ইঞ্চি pOLED প্যানেল। আবার দ্বিতীয় ডিসপ্লেটি হল, ২.৭ ইঞ্চি gOLED ডিসপ্লে। সেকেন্ডারি ডিসপ্লে দিয়ে ফোনের নোটিফিকেশন, কল অ্যালার্ট ছাড়াও বেশ কিছু কাজ হয়। এটিও একটি টাচ ডিসপ্লে। ক্যামেরার কথা বললে Motorola Razr 5G ফোনে ২টি ক্যামেরা রয়েছে - ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা।


Motorola edge+ ফোনটির উপরে রয়েছে ১০,০০০ টাকার ডিসকাউন্ট। Motorola edge+ ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল-সহ ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনটির দাম ৭৪,৯৯৯ যা এই সেলে আপনি পেয়ে যাবেন ৬৪,৯৯৯ টাকায়। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।


Moto G9- মোটোরোলার বাজেট স্মার্টফোন Moto G9 এর দাম ১১,৪৯৯ টাকা থেকে। ফ্লিপকার্টের এই সেলে Moto G9 ফোনটির উপরে রয়েছে ১৫০০ টাকার ছাড়, মানে গ্রাহকরা ফোনটি কিনতে পারবেন ৯,৯৯৯ টাকা দিয়ে। এই ফোনে পাবেন ২ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। ফোনটিতে পাবেন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য মোটো জি৯ ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।


Motorola One fusion+ এর উপরে রয়েছে ১৫০০ টাকার ছাড়। মটোরোলা ওয়ান ফিউজান প্লাস ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ উপলব্ধ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল পপ আপ ক্যামেরা। এতে র্যেচেহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটির ১৭,৪৯৯ টাকা কিন্তু এই সেলে পানি পেয়ে যাবেন ১৫,৯৯৯ টাকায়। এতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে