1/ 5


আজ, ২৮ জুলাই ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart), তার হাইপার-লোকাল ডেলিভারি সার্ভিস, Flipkart Quick চালু করেছে। এই সার্ভিসে গ্রাহকরা জিনিসের ডেলিভারি পেয়ে যাবে পাত্র ৯০ মিনিটে।
2/ 5


জানা গিয়েছে যে প্রথম ফেজে এই পরিষেবাটি উপভোগ করতে পারবে বেঙ্গালুরুর গ্রাহকরা। পরের মাসে এই পরিষেবার উপভোগ করতে পারবে আরও ৬টি শহরের গ্রাহকরা।
3/ 5


প্রথমদিকে ফ্লিপকার্ট কুইকে গ্রোসারি, ফ্রেশ সবজি, দুধের প্রোডাক্ট, মাংস, মোবাইল, ইলেকট্রনিক আক্সেসরিজ, ষ্টেশনারী আর হোম আক্সেসরিজের মতো ২,০০০-এরও বেশি প্রডাক্ট সরবরাহ করবে। আসুন জেনে নিন কীভাবে করবেন জিনিসপত্র বুক আর কতো টাকা চার্জ দিতে হবে
4/ 5


গ্রাহকরা দিনের যেকোনো সময় অর্ডার দিতে পারবেন আর সেই অর্ডার সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত যেকোনও সময় পেতে পারেন।