গোটা দেশ একই সমস্যায়। ভারতের বিভিন্ন জায়গায় বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আন্তর্জাতিক নম্বর থেকে কল পাচ্ছেন। অনেকের কাছে মেসেজও আসছে।
অনেকেই রোজ এমন কল পাচ্ছেন। তবে বুঝে পাচ্ছেন না, এই পরিস্থিতিতে ঠিক কী করতে হবে!
কোনও অচেনা বিদেশী নম্বর থেকে এখন ফোন কল রিসিভ না করাই ভাল। পারলে সেই নম্বর ব্লক করে দিতে পারেন।
টু ফ্যাক্টর অথেনটিকেশন অন করুন। Settings > Account > Two-step verification-এ গিয়ে ৬ ডিজিট পিন দিয়ে এটি অন করতে পারেন।
কোনওরকম লিঙ্কে ক্লিক করবেন না। কোনওরকম প্রলোভনের ফাঁদে পা দেবেন না। লটার টাকা বা অন্য কোনও পুরস্কারের টাকা পাওয়ার লোভে কোনও পদক্ষেপ নয়।
...