বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এটাও জানানো হয় যে আমেরিকায় বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। আর যে সব পেজের কোনও অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলি থেকে এখন আর কোনও পোস্ট করা যাবে না। যত ক্ষণ না আইডিগুলির ‘ভেরিফিকেশন’ বা যাচাই প্রক্রিয়া শেষ হচ্ছে, তত ক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনও কিছুই পোস্ট করা যাবে না।