

ফেসবুকে পোস্ট ভাইরাল হয়েছে বলে খুব আনন্দ পেয়েছিলেন অনেকেই। কিন্তু এবার সেই সব দিন শেষ। এনার কোনও অ্যাকাউন্টের যদি কোনও পোস্ট , ভিডিও বা ছবি ভাইরাল হল টা হলে সেই অ্যাকাউন্ট বা প্রোফাইলটিকে আলাদা করে যাচাই করবে ফেসবুক। ভুয়ো পোস্ট এবং গুজব ছড়ানো আটকাতেই নতুন এই উদ্যোগ নিয়েছে ফেসবুক।


এক বিবৃতিতে ফেসবুক জানয়েছে যে, কোনও ইউজার যদি পেজ অ্যাডমিন হিসেবেও পোস্ট করেন, তবে তাঁকে পেজে পাবলিশ করার সব শর্ত মানতে আর পুরণ করতে হবে। তবেই পোস্ট করা সম্ভব হবে না হলে আপনি পেজে পোস্ট করতে পাড়বেন না।


বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এটাও জানানো হয় যে আমেরিকায় বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। আর যে সব পেজের কোনও অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলি থেকে এখন আর কোনও পোস্ট করা যাবে না। যত ক্ষণ না আইডিগুলির ‘ভেরিফিকেশন’ বা যাচাই প্রক্রিয়া শেষ হচ্ছে, তত ক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনও কিছুই পোস্ট করা যাবে না।


যদি কোনও ইউজার আইডি যাচাই না করাতে পারে, তবে ওই ভাইরাল পেজ বা পোস্টের ব্যপ্তি কমিয়ে দেওয়া হবে। মানে ন্যূনতম ইউজার পর্যন্তই পৌঁছবে ওই পোস্ট।