এখন ইউটিউব চ্যানেল খোলা কমন ব্যপার ৷ কারণ একটাই, সহজেই জনপ্রিয়তা লাভ ৷ আর পাশাপাশি একটা চেষ্টা থাকে বাড়তি আয়ের পথ খোঁজার ৷ কিন্তু কোন পথে এই আয় আসবে বা কেমন ভাবেই বা আসবে, তা অনেকেরই অজানা ৷ কেবল আকর্ষণীয় ভিডিও দিলেই যে সোশ্যাল মিডিয়ায় আপনি জনপ্রিয়তা লাভ করবেন তা কিন্তু নয় ৷ এরজন্যও প্রয়োজন নির্দিষ্ট কিছু পদ্ধতির ৷ (Photo Collected)