কাগজের নোট। কিন্তু জানেন কি, কাগজ দিয়ে তৈরি হয় না টাকা! তা হলে কী দিয়ে হয়! টাকা, যা উপার্জনের জন্য এত লড়াউ। অনেকেই বলেন, কাগজের টুকরোর জন্য এত লড়াই। কিন্তু টাকা আসলে কাগজে তৈরি হয় না। টাকা হাতে নিয়ে মনে হয় যেন কাগজ দিয়ে তৈরি। ছেঁড়া টাকা হাতে নিলে তো আরও বেশি মনে হয়। ভারতীয় টাকা কিন্তু কাগজ দিয়ে তৈরি হয় না। আর সেটা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। হাতে নিয়েই যতই যা মনে হোক, নোট কিন্তু কাগজের হয় না। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, টাকা তৈরিতে অন্যতম কাঁচামাল হল তুলো। টাকা ১০০ শতাংশ তুলো দিয়ে তৈরি হয়। তুলোর তন্তু অর্থাত্ লিনেন-এর সঙ্গে জিলেটিন অ্যাডেসিভ সলিউশন-এর মিশ্রণ টাকা তৈরিতে কাজে লাগানো হয়। ফলে নোট সহজে ছিঁড়ে যায় না।