

সুপার সাইক্লোনের ফণা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৷ এদিক ওদিকের কোনও সম্ভবনা না রেখে বাংলার বুকেই আমফানের ঝাঁপিয়ে পড়া কার্যত সময়ের অপেক্ষা৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি৷ সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া৷ দিঘা থেকে মাত্র ১৫০ কিমি দূরে রয়েছে আমফান৷ পারাদ্বীপ থেকে ১২০ কিমি আর খেপুপাড়া থেকে ৩১০ কিমি দূরে অবস্থান করছে এই অতিশক্তিশালী ঘূর্ণিঝড়৷ কলকাতা থেকে ২৬০ কিমি দূরে রয়েছে আমফান৷ রাজ্যের সাতটি জেলায় সরাসরি প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে ৪ লক্ষ মানুষকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে৷ আপনিও নিজের ফোনে বা ল্যাপটপে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ঘূর্ণিঝড় আমফান। জেনে নিন কী সেই অ্যাপগুলি


Accuweather - এই ওয়েবসাইটির নাম প্রায় সবারই চেনা। আবহাওয়ার পূর্বাভাসের জন্য বেশির ভাগ সময় সবাই এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকে। কিন্তু আবহাওয়া নয়, এই সাইট জানিয়ে দেবে ঘূর্ণিঝড়ের অবস্থান, বায়ুর গতিবেগ আর চলন পথ ইত্যাদি।


Windy - এই ওয়েবসাইট ঢুকেই আপনি দেখতে পাবেন কোথায় কোথায় এখন ঘূর্ণিঝড় হচ্ছে বা পূর্বাভাস রয়েছে। আর নিজের লোকেশন ডিলেই আপনি দেখতে এই মুহূর্তে কোথায় রয়েছে আমফান।


cyclocane.com - এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি জানতে পারেন ঘূর্ণিঝড় আমফানের অবস্থান। এর সাহায্যে আপনি জানতে পাড়বেন কবে, কোথা দিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তার অবস্থানই বা কোথায়। আমফান-এর গতিপথ জানতে এই ওয়েবসাইটে গিয়ে নীচে স্ক্রোল করে ‘tropical cyclone Amphan’ লিঙ্কটিতে ক্লিক করুন।


hurricanezone.net - এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি ট্র্যাক করতে পাড়বেন ঘূর্ণিঝড়। গুগলে গিয়ে সার্চ অপশনে গিয়ে hurricanezone.net টাইপ করলেই আপনার সামনে চলে আসবে ঘূর্ণিঝড় আমফানের সব তথ্য।