

সংক্রমণের আতঙ্কে পেরিয়ে ধীরে ধীরে ভ্যাকসিনের ভরসায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। দেশের নানা প্রান্তে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনের ট্রায়াল। আর সেই সূত্র ধরেই Co-WIN নামে একটি অ্যাপ লঞ্চ করতে চলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ও অ্যাপল (Apple) ব্যবহারকারীরা সকলেই এই অ্যাপের সুবিধা পাবেন। ভ্যাকসিনেশন সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে এখানে। আপাতত চূড়ান্ত পর্যায়ে টেস্টিং চলছে অ্যাপটির। আর কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করে দেবে এটি। আসুন বিশদে জেনে নেওয়া যাক।


প্রথমেই লক্ষ্য রাখতে হবে, যাতে ফেক অ্যাপ না ডাউনলোড হয়ে যায় - আগামী কয়েকদিনের মধ্যেই আসছে অফিসিয়াল Co-WIN অ্যাপ। এক্ষেত্রে 'Co-WIN' নামেই নানা ধরনের ফেক অ্যাপ বাজারে ঘুরে বেড়াচ্ছে। তাই সাবধানে থাকতে হবে। কেন না, এই অ্যাপ ফেস আইডেন্টিফিকেশন পদ্ধতি ব্যবহার করবে, এখানে দিতে হবে সমস্ত ব্যক্তিগত তথ্য। তাই কোনও উলটো-পালটা অ্যাপে নিজের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা যাবে না। নচেৎ ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে প্রেস কনফারেন্স ও ঘোষণার পর এই অ্যাপ লঞ্চিংয়ের কথা ঘোষণা করা হবে। তাই আপাতত অপেক্ষা করতে হবে।


কী এই Co-WIN প্ল্যাটফর্ম ? এই Co-WIN অ্যাপ ও প্ল্যাটফর্মে মোট পাঁচটি মডিউল থাকবে। এগুলি হল অ্যাডমিনিস্ট্রেটর মডিউল (Administrator module), রেজিস্ট্রেশন মডিউল (Registration module), ভ্যাকসিনেশন মডিউল (Vaccination module), বেনিফিসিয়ারি অ্যাকনলেজমেন্ট মডিউল (Beneficiary Acknowledgement module) ও রিপোর্ট মডিউল (Report module)।


ভ্যাকসিনেশনের স্টক, স্টোরেজ টেম্পারেচার থেকে শুরু করে সমস্ত বিষয় ট্র্যাক করতে পারবে এই প্ল্যাটফর্ম। ভ্যাকসিনেশন সেশনের সময়েও ব্যবহার করা যাবে এই অ্যাপ। এক্ষেত্রে ভ্যাকসিনেশন সংক্রান্ত যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে চালু থাকবে একটি লাইভ হেল্পলাইন নম্বরও। করোনা যুদ্ধে যাঁরা সামনের সারির স্বাস্থ্যকর্মী নন, তাঁরাও এই প্ল্যাটফর্মের রেজিস্ট্রেশন মডিউলের সাহায্যে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন।


ভ্যাকসিন নেওয়ার পর কী হবে ? এক্ষেত্রে Co-Win অ্যাপের ভ্যাকসিনেশন মডিউল উপভোক্তার যাবতীয় তথ্য পরীক্ষা-নিরীক্ষা করবে এবং ভ্যাকসিন স্টেটাস আপডেট করার কাজ করবে। এবার সংশ্লিষ্ট উপভোক্তা অর্থাৎ ভ্যাকসিন গ্রাহকের মোবাইলে একটি SMS পাঠাবে Co-Win অ্যাপের বেনিফিসিয়ারি অ্যাকনলেজমেন্ট মডিউল। এই মডিউলের মাধ্যমেই পাওয়া যাবে একটি QR কোড ভিত্তিক সার্টিফিকেট। অন্য দিকে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হতে থাকবে Co-WIN রিপোর্ট মডিউল। এক্ষেত্রে ভ্যাকসিনেশনের সেশন, কতজন ভ্যাকসিন পেয়েছেন, কতজন এখনও পর্যন্ত ভ্যাকসিন পাননি, সমস্ত কিছুর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।