প্রচণ্ড গরমে পুড়ছে গোটা দেশ। এরই মধ্যে একটু শীতলতার জন্য হন্যে হয়ে এয়ার কন্ডিশনার খুঁজছেন মানুষ। দামে কম, গুণমানে সেরা বৈদ্যুতীন যন্ত্র খুঁজতে হয়রানিও কম নয়। যাঁরা সত্যিই এই গরমে এসি কিনতে চাইছেন তাঁদের জন্য রয়েছে সুখবর। এখন মাত্র তিন হাজার টাকা খরচ করলেই বাড়িতে নিয়ে যাওয়া যাবে একটি অসাধারণ পোর্টেবল এসি। কেমন হয় এই ধরনের এসি, দেখে নেওয়া যাক এক নজরে—
SK Rayan Portable Air Conditioner: এই পোর্টেবল এসি Amazon থেকে ২,৬৪৯ টাকায় কিনে নেওয়া যেতে পারে। আর্কটিক এয়ার আল্ট্রা হল একটি পোর্টেবল এয়ার কন্ডিশনার যা বাতাসকে শীতল করে, ডি-হিউমিডিফাই করে এবং পরিষ্কার করে। এই পার্সোনাল স্পেস কুলারের ফ্যানে তিনটি ভিন্ন গতি পাওয়া যেতে পারে। ঠাণ্ডা বাতাস পেতে এর উপরে থাকা একটি ওয়াটার ট্যাঙ্কে জল দিয়ে দিতে হবে। তারপর বোতাম টিপলেই ঠান্ডা বাতাস পাওয়া যাবে।