হোম » ছবি » প্রযুক্তি » মাত্র ৩ হাজার টাকা! ছোট AC-র কাছে বড় কুলারও হার মানবে

Budget AC : মাত্র ৩ হাজার টাকা! ছোট AC-র কাছে বড় কুলারও হার মানবে

  • 16

    Budget AC : মাত্র ৩ হাজার টাকা! ছোট AC-র কাছে বড় কুলারও হার মানবে

    প্রচণ্ড গরমে পুড়ছে গোটা দেশ। এরই মধ্যে একটু শীতলতার জন্য হন্যে হয়ে এয়ার কন্ডিশনার খুঁজছেন মানুষ। দামে কম, গুণমানে সেরা বৈদ্যুতীন যন্ত্র খুঁজতে হয়রানিও কম নয়। যাঁরা সত্যিই এই গরমে এসি কিনতে চাইছেন তাঁদের জন্য রয়েছে সুখবর। এখন মাত্র তিন হাজার টাকা খরচ করলেই বাড়িতে নিয়ে যাওয়া যাবে একটি অসাধারণ পোর্টেবল এসি। কেমন হয় এই ধরনের এসি, দেখে নেওয়া যাক এক নজরে—

    MORE
    GALLERIES

  • 26

    Budget AC : মাত্র ৩ হাজার টাকা! ছোট AC-র কাছে বড় কুলারও হার মানবে

    ভারতবর্ষের সমস্ত মানুষের পক্ষে কি এসি কেনার খরচ বহন করা সম্ভব! একেবারেই নয়। এসি খুবই দামি একটি যন্ত্র। তবে, চাইলে খুব কম দামেই এমন একটি যন্ত্র কিনে নেওয়া যেতে পারে যা এসি-র মতোই ঠান্ডা সুবাতাস এনে দেবে যেকোনও জায়গায়।

    MORE
    GALLERIES

  • 36

    Budget AC : মাত্র ৩ হাজার টাকা! ছোট AC-র কাছে বড় কুলারও হার মানবে

    SK Rayan Portable Air Conditioner: এই পোর্টেবল এসি Amazon থেকে ২,৬৪৯ টাকায় কিনে নেওয়া যেতে পারে। আর্কটিক এয়ার আল্ট্রা হল একটি পোর্টেবল এয়ার কন্ডিশনার যা বাতাসকে শীতল করে, ডি-হিউমিডিফাই করে এবং পরিষ্কার করে। এই পার্সোনাল স্পেস কুলারের ফ্যানে তিনটি ভিন্ন গতি পাওয়া যেতে পারে। ঠাণ্ডা বাতাস পেতে এর উপরে থাকা একটি ওয়াটার ট্যাঙ্কে জল দিয়ে দিতে হবে। তারপর বোতাম টিপলেই ঠান্ডা বাতাস পাওয়া যাবে।

    MORE
    GALLERIES

  • 46

    Budget AC : মাত্র ৩ হাজার টাকা! ছোট AC-র কাছে বড় কুলারও হার মানবে

    Cupex Portable AC: Amazon থেকে মাত্র ২,৪৯৯ টাকায় কিনে নেওয়া যেতে পারে Cupex পোর্টেবল এসি। এটি ৬.৫ x ৬.২ x ৫.৫ ইঞ্চি আকারের একটি পোর্টেবল এসি, যা খুব সহজেই কোনও ব্যাগে ভরে যেকোনও জায়গায় পরিবহণ করা যেতে পারে। এই এসি-র ট্যাঙ্কে ৫০০ মিলিলিটার পর্যন্ত জল ভর্তি করা যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 56

    Budget AC : মাত্র ৩ হাজার টাকা! ছোট AC-র কাছে বড় কুলারও হার মানবে

    One94Store: এই পোর্টেবল এসি-টি Amazon থেকে কিনে নেওয়া যেতে পারে মাত্র ২,১৯৯ টাকায়। এতে ব্যবহারকারী পাবেন একটি ৫০০ মিলি জলের ট্যাঙ্ক। এই পোর্টেবল এসি ইউএসবি থেকে সহজেই চার্জ করা যায়।

    MORE
    GALLERIES

  • 66

    Budget AC : মাত্র ৩ হাজার টাকা! ছোট AC-র কাছে বড় কুলারও হার মানবে

    ফলে বোঝাই যাচ্ছে যে, এই ধরনের পোর্টেবল এসি চালাতে কোনও ভাবেই বিদ্যুৎ খরচ করার প্রয়োজন নেই। সব থেকে ভাল বিষয় হল, এর সঙ্গে সাত রঙের একটি এলইডি আলোও রয়েছে। জলের ট্যাঙ্কে বরফ যত দেওয়া হবে, তত বেশি শীতল বাতাস পাওয়া যাবে।

    MORE
    GALLERIES