

মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ জিওকে টেক্কা দিতে বাকি মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি একের পর এক নতুন অফার নিয়ে এসেছে ৷ এবার ফের গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল (BSNL)৷


এবার ইউজারদের জন্য সস্তার দুটি প্ল্যান নিয়ে এসেছে BSNL-একটি 96 টাকার আর অন্যটি 236 টাকার। এই প্ল্যানগুলোর মূল আকর্ষণ এই প্ল্যানের ডেটা।


এই দুটি প্ল্যানের সঙ্গে 10GB ডেটা অফার দিচ্ছে কোম্পানি। 96 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের আর 236 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 84 দিনের।


মানে আপনি 96 টাকার প্ল্যানের রিচার্জ করলে মাসে পেয়ে যাবেন 280GB 4G ডেটা আর 236 টাকার রিচার্জ করলে পেয়ে যাবেন 840GB 4G ডেটা।


এই প্ল্যানগুলোর সঙ্গে কোনও কলিং বা মেসেজের সুবিধা পাওয়া যায় না। কিন্তু এখনও পর্যন্ত সব যায়গায় BSNL-এর 4G সার্ভিস পাওয়া যায় না।