

BSNL গ্রাহকদের জন্য সুখবর! যখন বেশির ভাগ টেলিকম কোম্পানিরা গ্রাহকদের আকর্ষিত করার জন্য নতুন নতুন সস্তার প্ল্যান বা রিচার্জ প্ল্যান নিয়ে আসছে, তখন বিএনএসএল গ্রাহকদের ফ্রিতে সিম কার্ড দেওয়ার ঘোষণা করেছে। উল্লেখযোগ্য, বর্তমানে বাজারে বিএনএসএল এর সিম কার্ড কিনতে ২০ টাকা লাগে, কিন্তু সীমিত সময়ের জন্য ফ্রিতে এই সিম কার্ডটি কিনতে পারবেন গ্রাহকরা। ৮ জানুয়ারি থেকে শুরু করে ১৬ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ অফারটি চলবে।


টেলিকমটক এর রিপোর্ট অনুযায়ী, এই অফারটির সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের FRC বা প্রথম রিচার্জটি ১০০ টাকার বেশি করতে হবে। এই অফারটির লাভ ওঠাতে পারবে শুধুমাত্র চেন্নাই আর তামিলনাডু সার্কেলের গ্রাহকরা। উল্লেখযোগ্য, গত বছর নভেম্বর মাসেই বিএসএনএল নিজের গ্রাহক বাড়ানোর জন্য ১০০ টাকার প্রথম রিচার্জেই ফ্রি সিম কার্ড দিচ্ছিল।


গ্রাহকরা বিএসএনএল যদি বিনামূল্যে সিম কার্ড পেতে চান, তবে তাদের প্রথম মিনিমাম ১০০ টাকার রিচার্জ করতে হবে। কোম্পানি আশা করছে যে এই বিনামূল্যে সিম দেওয়ার অফারটি মাধ্যমে তাঁরা গ্রাহকদের সংখ্যা বাড়তে পারবে। বিএসএনএল এর নতুন গ্রাহকর ১০৮ টাকার FRC প্ল্যানে পেয়ে যাবে ১জিবি ডেটার সঙ্গে প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি বা মেয়াদ ৪৫ দিনের।


এর পাশাপাশি তামিলনাড়ু সার্কেলে ১৮৬ টাকা প্ল্যান ভাউচার ও ১৯৯ টাকার স্পেশ্যাল ট্যারিফ ভাউচারে বদল করা হয়েছে ৷ ১ জানুয়ারি ২০২১ থেকে এই বদল করা হয়েছে ৷ ১৮৬ টাকার প্ল্যান ভাউচারের দাম এখন ১৯৯ টাকা হয়েছে, এবং ২৮ দিনের ভ্যালিডিটির জায়গায় ৩০ দিনের ভ্যালিডিটি মিলবে ৷ এছাড়া যা যা সুবিধা মিলছিল সে সমস্ত একই থাকবে ৷ অন্যদিকে ১৯৯ টাকার স্পেশ্যাল ট্যারিফ ভাউচারের দাম এখন ২১০ টাকা হয়েছে


এর আগে, বিএসএনএল ৫৯৯ টাকার একটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান চালু করেছিল। কোম্পানি এই ব্রডব্যান্ড প্ল্যানটির নাম 'ফাইবার বেসিক প্লাস' রেখেছে। এই প্ল্যানে গ্রাহকরা ৬০ এমবিপিএস স্পীডের সঙ্গে ৩৩০০ জিবি ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানের ডেটা লিমিত শেষ হয়ে গেলে প্ল্যানটির স্পীড কমে ২ এমবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানটির বিশেষত্ব, ব্যবহারকারীরা সারা দেশে যে কোনও নেটওয়ার্কে ২৪ ঘন্টা আনলিমিটেড কলিং করতে পারবেন।