

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়াতা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সোশ্যাল মিডিয়ার সাহায্যে আত্মীয়সজন, বন্ধুবান্ধব আর প্রিজনদের সঙ্গে জুড়ে থাকা এখনও আরও সহজ হয়ে গিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজেই সবার সঙ্গে জুড়ে থাকা যায়। কোভিদ-১৯ এর কারণে আজকাল বেশির ভাগ মানুষ সোশ্যাল মিডিয়াতে সময় কাটাছেন। এই সময় প্রায়দিন সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে নিজেদের প্রোফাইল ফটো আর স্ট্যেটাস পরিবর্তন করতে থাকছে।


হোয়াটসঅ্যাপে আমরা যখন কারুর স্ট্যেটাস চেক করি তখন যার স্ট্যেটাস দেখি সেও জানতে পারে যে কারা কারা তাঁর স্ট্যেটাস দেখেছে। তাই আজ আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যেটাস চেক করার এমন একটি পদ্ধতির জানাবো, যার সাহায্যে আপনি যে কারুর হোয়াটসঅ্যাপ স্ট্যেটাস দেখতে পারবেন আর সে জানতেও পারবে না


এই ট্রিকটি ব্যবহার করার জন্য হোয়াটসঅ্যাপের Read receipt ফিচারটি সাহায্য নিতে হবে। Read receipt ফিচারটির মাধ্যমে আমারা জানতে পারি যে মেসেজটি রিসিভারে কাছে পৌঁছেছে কি না। আর রিসিভার মেসেজটি পড়ার পরে দুটি টিক নীল রঙের হয়ে যায়। আপনি যদি আপনার Read receipt ফিচারটি বন্ধ করে দেন তাহলে মেসেজ পাঠানোর পরে শুধু টিক মার্ক দেখতে পাবেন। এর ফলে যে মেসেজটি পাঠিয়েছে সে জানতে পারে না যে আপনি মেসেজটি পড়েছেন কিনা।


এছাড়াও আপনি যদি কাউকে না জানিয়ে তাঁর WhatsApp Status দেখতে চান, তাহলে আপনাকে এই ফিচারটিকে বন্ধ করতে হবে। এটা করলে আপনি যার খুসি স্ট্যেটাস দেখুন সে জানতে পারবেন না। কিন্তু এর ফলে আপনিও জানতে পারবেন না যে কারা আপনার স্ট্যেটাস দেখেছেন।


Read receipt ফিচারটি বন্ধ করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। এর পর অ্যাকাউন্ট অপশনে গিয়ে প্রাইভেসিতে ক্লিক করুন। এখানে আপনি Read receipt অপশনটি দেখতে পাবেন। এবার এখান থেকে আপনি ফিচারটিকে আপনি বন্ধ করতে পারবেন। Read receipt ফিচারটি বন্ধ করার পর আপনি যে কোনও কারুর হোয়াটসঅ্যাপ স্ট্যেটাস দেখুন, সে ঘুণাক্ষরে কিছু জানতে পারবে না!