*Micromax IN 2b: Micromax কোম্পানির এন্ট্রি লেভেলের একটি ফোন হল Micromax IN 2b। এই ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে যা এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত। এতে রয়েছে ইউনিসক টি৬১০ প্রসেসর (Unisoc T610 Processor), ৬জিবি র্যাম (6GB RAM)। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। Micromax IN 2b ফোনটি কম দামের মধ্যে একটি উন্নত ফিচার যুক্ত ফোন। ৯০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে ফোনটি অনলাইনে। সংগৃহীত ছবি।
*Realme Narzo 30A: এটি একটি ৪জি স্মার্টফোন। এই ফোনটিতে রয়েছে ৬০০০ এমএএইচ (mAh) ব্যাটারি, যা একবার চার্জ দিলে একটানা দু'দিন ধরে চলতে পারে। Realme Narzo 30A ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির ৭২০পি এলসিডি (720p LCD) যা ২৬৯ পিপিআই (269 PPI) রেজোলিউশন যুক্ত। এতে রয়েছে ৬০এইচজেড রিফ্রেশ রেট (60Hz Refresh Rate) এবং থিক বেজেলস। এছাড়াও এতে রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ইউএসবি-সি (USB-C) পোর্ট, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর (MediaTek Helio G85), ৩জিবি র্যাম। অ্যান্ড্রয়েড ১০ (Android 10 ) এই ফোনটির পেছনে রয়েছে দু'টি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং একটি সাদা-কালো সেন্সর। ভারতের বাজারে Realme Nazro 30A ফোনটির দাম প্রায় ৮,৯৯৯ টাকা। এত কম দামের এই ফোনটির মধ্যে রয়েছে উন্নত ফিচার। সংগৃহীত ছবি।
*Moto E7 Plus: ভারতের বাজারে Moto E7 Plus ফোনটির দাম প্রায় ৯,৪৯৯ টাকা। এই ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির স্ক্রিন। এতে রয়েছে স্কয়ার শেপের ক্যামেরা আইল্যান্ড, যেখানে রয়েছে রিয়ার প্যানেল, দু'টি ক্যামেরা সেন্সর এবং এলইডি (LED) লাইট। এছাড়াও এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ এসওসি প্রসেসর (Qualcomm Snapdragon 460 Soc) এবং ৪জিবি র্যাম। Moto E7 Plus ফোনটি দিচ্ছে কম দামে আধুনিক ফিচারের সুবিধা। সংগৃহীত ছবি।
*Realme C25: ভারতের বাজারে Realme C25 ফোনটির দাম প্রায় ৯,৯৯৯ টাকা। এই ফোনটিতে রয়েছে ৬০০০ এমএএইচ (mAh) ব্যাটারি যা ১৮ডাবলু ফাস্ট চার্জ যুক্ত। এতে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৭০ (MediaTek Helio G70) প্রসেসর, ৪জিবি র্যাম। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। বিগ ডিসপ্লের এই ফোনটির দাম ১০,০০০ টাকার মধ্যে হলেও, এতে রয়েছে উন্নত ফিচার। সংগৃহীত ছবি।