Best 64MP Camera phone under 15,000 Rupees: ফোটো তুলতে ভালবাসেন না এমন মানুষ খুব কম৷ তাও আমার সেলফি হলে তো কথাই নেই৷ সকলে এখন সেই হিড়িক পড়ে গেছে৷ সকলের হাতে হাতে রয়েছে মোবাইল ফোন, সেই ফোনেই দারুণ ছবি ওঠে৷ তবে এমন কিছু কম দামের স্মার্ট ফোন রয়েছে যেগুলির ক্যামেরা অত্যন্ত ভাল৷ ১৫হাজার টাকার কমে এমন কয়েকটি স্মার্ট ফোন রয়েছে যার ক্যামেরা অসাধারণ৷ এই সব ফোন নামী সব ব্র্যান্ডের৷ ৬৪ মেগাপিক্সেলের এমন সব ফোনের খোঁজ রইল৷
Redmi Note 10S- 64 Megapixel Camera: Redmi Note 10S -এ 6.43 ইঞ্চির, এইচডি AMOLDED স্ক্রিন ডিসপ্লে রয়েছে৷ এই ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার যুক্ত, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে৷ সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য ১৩ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে৷ এই স্মার্টফোনের দাম মাত্র ১৩৯৯৯টাকা৷
Moto G30 (64 Megapixel Camera): Moto G30-তে 64 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে৷ অ্যাপার্চার এফ/2.2-এর ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, অ্যাপার্চার এফ/2.4 এর ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং অ্যাপার্চার এফ/2.4 এর ২ মেগাপিক্সেল সন্সর রয়েছে৷ পিছনের দিকে যে ক্যামেরা রয়েছে তাতে রাতের ছবি ভাল ওঠে, পোট্রেট মোড, কাটআউট, সিনেম্যাটোগ্রাফ, প্যানরোমা, লাইট ফিল্টারের সব বিষয়গুলিও রয়েছে৷ এই ফোনের দাম মাত্র ১০৯৯৯টাকা৷
Tecno Camon 17(64 Megapixel Camera): Tecno Camon 17-এ রয়েছে 6.8 ফুল HD+ IPS ডিসপ্লে৷ ক্যামেরার ক্ষেত্রে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ২টি সেন্সর দেওয়া হয়েছে৷ সেলফি তোলার জন্য ফোনে 16 মেগাপিক্সলের AI ক্যামেরা দেওয়া হয়েছে, যা ডুয়াল ফ্ল্যাশের সঙ্গে রয়েছে৷ Tecno Camon 17-এ রয়েছে 5000mAh ব্যাটারি৷ এর দাম মাত্র ১৩৯৯৯টাকা৷
Samsung Galaxy M32 (64 Megapixel Camera): Samsung Galaxy M32-এ 6.4 ইঞ্চি HD+ স্ক্রিন ডিসপ্লে রয়েছে৷ ফোনের প্রাইমারি সেন্সার 64 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে৷ সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে৷ 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে৷ সেলফির জন্য ২০ মেগা পিক্সেল ক্যামেরা রয়েছে৷ এই ফোনের দাম ১১৭৪৯ টাকা৷