

এই বছর এখনও পর্যন্ত বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। প্রত্যেকটি টেক কোম্পানি আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে স্মার্টফোনগুলিকে বাজারে এনেছে। আর বিশেষ স্পেসিফিকেশনের কারণেই গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই স্মার্টফোনগুলি। কিন্তু দেখা গিয়েছে যে বেশির ভাগ গ্রাহকদের প্রথম পছন্দ রয়েছে Apple। Omdia নামে একটি অ্যানালিটিক কোম্পানি এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টি স্মার্টফোনের নাম ও ব্র্যান্ড। এই রিপোর্টে দেখা গিয়েছে যে ১০টি সব থেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ৫টি অ্যাপেলের iPhone।


এই বছর প্রথম ৬ মাসে গ্লোবাল মার্কেটে সব থেকে বেশি বিক্রি হয়েছে Apple, Samsung আর Xiaomi মোবাইল ফোন। এক ঝলক দেখে নেওয়া যাক চাহিদার নিরিখে সেরা ১০টি স্মার্টফোন কোনগুলি।


Apple iPhone 11 - ২০১৯ সালে বাজারে এসেছিল অ্যাপেলের প্রথম বাজেট স্মার্টফোন। জানা গিয়েছে যে, জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ৩ কোটি ৭৭ লক্ষ পিস। iPhone 11-এর দাম শুরু হচ্ছে ৬৪,৯০০ টাকা থেকে।


Samsung Galaxy A51- তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Samsung Galaxy A51। জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ১ কোটি ১৪ লক্ষ পিস। ফোনটি Infinity-o ডিসপ্লে, এক্সিনস ৯৬১১ ৬৪-বিট অক্টা কোর প্রসেসর, ৪,০০০ এমএএইচ এর ব্যাটারি ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে এসেছিল। Galaxy A51-এর দাম শুরু হচ্ছে ২৩,৯৯৯ টাকা থেকে।


Xiaomi Redmi Note 8-বিক্রির তালিকায় তৃতীয় স্থান দখল করে রয়েছে শাওমির Redmi Note 8। জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ১ কোটি ১০ লক্ষ পিস। Redmi Note 8-এর দাম শুরু ১২,৭৯৯ টাকা থেকে।


Xiaomi Redmi Note 8 Pro - বেশি বিক্রিত হওয়া তালিকায় চতুর্থ স্থান দখল করে রয়েছে শাওমির আরেকটি স্মার্টফোন Redmi Note 8 Pro। এই ফোনটির দাম শুরু হচ্ছে ১৭,০০০ টাকা থেকে।


Apple iPhone SE -পঞ্চম স্থান দখল করে রয়েছে অ্যাপলের আরেকটি স্মার্টফোন iPhone SE। চলতি বছরের জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ৮৭ লক্ষ পিস। এই ফোনটি দাম শুরু হচ্ছে ৩৭,৯০০ টাকা থেকে।


Apple iPhone XR - এদিকে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয়তার শীর্ষে থাকা অ্যাপলের iPhone XR। চলতি বছরের জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ৮০ লক্ষ পিস। এই ফোনটি দাম শুরু হচ্ছে ৪৭,৫০০ টাকা থেকে।


iPhone 11 Pro Max - চতুর্থবারের মত আবারো সপ্তম বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় রয়েছে iPhone 11 Pro Max। চলতি বছরের জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ৭৭ লক্ষ পিস। এই ফোনটি দাম শুরু হচ্ছে ১,১১,৬০০ টাকা থেকে।