বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম WhatsApp। ইউজারদের কথা মাথায় রেখে একের পর এক নতুন ফিচার লঞ্চ করে চলেছে তারা। মেটার নিজস্ব প্লাটফর্ম WhatsApp-এর একটি ফিচারের মাধ্যমে উপকৃত হবে অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)-এর ইউজাররা। জানা গিয়েছে যে, WhatsApp-এর এই ফিচারের মাধ্যমে কোন কিছু টাইপ না করেই মেসেজ লিখে ফেলা যাবে।
এ ছাড়াও এই ফিচারের মাধ্যমে মোবাইল ফোনে না ছুঁয়েই মেসেজ পাঠিয়ে দেওয়া (Send) যাবে।
WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে কোনও কিছু টাইপ না করেই মেসেজ পাঠানো যাবে অন্য ইউজারদের। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’টি ডিভাইসের ইউজাররাই ব্যবহার করতে পারবেন নতুন এই ফিচার। ইউজারদের অপারেটিং সিস্টেমের ওপর নির্ভর করবে কী ভাবে সেই ফিচার ব্যবহার করতে হবে।
এক নজরে দেখে নিন অ্যান্ড্রয়েড ফোনে WhatsApp এর মাধ্যমে টাইপ না করেই মেসেজ পাঠানোর উপায় -WhatsApp-এর এই নতুন ফিচার ব্যবহার করার জন্য প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ভয়েস কমান্ড এবং গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করে রাখতে হবে। এরপর নিচের স্টেপ-গুলো ফলো করতে হবে। স্টেপ ১ - প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাপ (Google App) ওপেন করতে হবে। স্টেপ ২ - ডান দিকে উপরে থাকা ইউর প্রোফাইলে (Your Profile) ক্লিক করতে হবে। স্টেপ ৩ - এরপর যেতে হবে সেটিং (Setting) অপশনে এবং সেখান থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant)।
স্টেপ ৪ - এরপর ক্লিক করতে হবে 'হে গুগল অ্যান্ড ভয়েস ম্যাচ' (Hey Google And Voice Match)-এ। সেটি ‘অফ’ করা থাকলে ‘অন’ করতে হবে। স্টেপ ৫ - এরপর স্কিনে দেওয়া স্টেপ ফলো করে গুগল অ্যাসিস্ট্যান্ট নিজেদের ফোনে সেট করতে হবে।স্টেপ ৬ - গুগল অ্যাসিস্ট্যান্ট সেট করার পর সেটি ওপেন করতে হবে এবং সেখান থেকেই মেসেজ পাঠানো যাবে যে কোনও নম্বরে।
এক নজরে দেখে নিন আইওএস ফোনে WhatsApp এর মাধ্যমে টাইপ না করেই মেসেজ পাঠানোর উপায় - WhatsApp এর এই নতুন ফিচার ব্যবহার করার জন্য প্রথমেই নিজেদের আইওএস ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি অ্যাক্টিভেট করে রাখতে হবে। এরপর নিচের স্টেপ গুলো ফলো করতে হবে।
স্টেপ ১ - প্রথমেই নিজেদের আইফোনের সেটিং (Setting) অপশন ওপেন করতে হবে এবং সেখান থেকে যেতে হবে সিরি এবং সার্চ (Siri & Search) অপশনে। স্টেপ ২ - এরপর নিজেদের ভয়েস দিয়ে সিরি অ্যাক্টিভেট করতে হবে অথবা 'হে সিরি' (Hey Siri) অপশন অ্যাক্টিভেট করতে হবে বাটনের মাধ্যমে।স্টেপ ৩ - নিজেদের ভয়েস কমান্ড অ্যাক্টিভেট করা হয়ে গেলে স্ক্রল ডাউন করে WhatsApp খুঁজে নিতে হবে। স্টেপ ৪ - এরপর WhatsApp-এর 'ইউজ উইথ আস্ক সিরি' (Use With Ask Siri) এনাবেল করতে হবে।