

দিন কয়েক আগেই দেশের বাজারে ডেবিউ করেছে Huami-র তৈরি Amazfit GTR 2 স্মার্ট ওয়াচ। এ বার বাজারে আসছে Amazfit GTS 2 mini স্মার্টওয়াচ। প্রস্তুতকারী সংস্থার তরফে জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নতুন এই Amazfit GTS 2 mini স্মার্ট ওয়াচের প্রি-বুকিং। এ ক্ষেত্রে ১৪ দিনের ব্যাটারি লাইফ, ১.৫৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ একাধিক অত্যাধুনিক ফিচার রয়েছে এই স্মার্ট ঘড়িতে। আসুন, এ বার বিস্তারিত জেনে নেওয়া যাক ডিভাইজটির ফিচার ও দাম সম্পর্কে!


ভারতে এই Amazfit GTS 2 mini-এর দাম ৬,৯৯৯ টাকা। এ ক্ষেত্রে Amazon India বা Amazfit India-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্মার্টওয়াচটির প্রি-অর্ডার দেওয়া যেতে পারে। প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত ফ্লেমিংগো পিঙ্ক, মিডনাইট ব্ল্যাক ও সেইজ গ্রিন কালার অপশনে পাওয়া যাচ্ছে ডিভাইজটি। তবে কোন কোন আউটলেট ও ডিলারশিপে এটি পাওয়া যাচ্ছে, সেই সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের বাজারে ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Amazfit GTS 2। অন্যদিকে, ১৩,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Amazfit GTR 2-এর ক্লাসিক এডিশন।


লুক ও ডিজাইনের দিক থেকেও বেশ আকর্ষণীয় এই স্মার্ট ঘড়ি। এ ক্ষেত্রে ঘড়িটির ডানদিকে একটি ডিজিটাল ক্রাউন রয়েছে। Amazfit GTS 2 mini স্মার্টওয়াচে থাকছে ১.৫৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে। এর পিক্সেল রিজোলিউশন ৩০৬ X ৩৫৪। পিক্সেল ডেনসিটি ৩০১ ppi। অ্যালুমিনিয়ামের ধাতুসঙ্কর দিয়ে তৈরি হয়েছে এই স্মার্টওয়াচের বডি। সব মিলিয়ে ঘড়িটির ওজন ১৯.৫৫ গ্রাম।


সমস্ত রকমের অত্যাধুনিক ফিচার রয়েছে এই ডিভাইজে। এ ক্ষেত্রে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটরিং সেন্সর, Huami বায়ো ট্রেকার ২, ব্লাড- অক্সিজেন স্যাচুরেশন (SpO2) সেন্সর-সহ একাধিক ফিচার রয়েছে। রয়েছে ৭০টির বেশি স্পোর্টস মোডও।


Huami-র তৈরি এই Amazfit GTS 2 mini একাধিক কাজ করতে সক্ষম। এ ক্ষেত্রে ঋতুচক্র, অবসাদ, ঘুমের পরিমাণ-সহ নানা বিষয় ট্র্যাক করতে পারে এই অত্যাধুনিক ডিভাইজ। স্মার্টওয়াচটির সাহায্যে সরাসরি মিউজিক ও অ্যাপ নোটিফিকেশনগুলিও নিয়ন্ত্রণ করা যায়।


এই ডিভাইজের কমপ্যাটিবিলিটিও মন্দ নয়। এ ক্ষেত্রে অন্তত ৫.০ অ্যান্ড্রয়েড ও iOS 10.0. ভার্সনের ডিভাইজের সঙ্গে বেশ মানানসই নতুন এই Amazfit GTS 2 mini স্মার্টওয়াচ। এর ব্যাটারি ২২০ mAh। প্রস্তুতকারী সংস্থার মতে, ডিভাইজটির ব্যাটারি লাইফ ১৪ দিন পর্যন্ত। অর্থাৎ একবার চার্জ করলে ১৪ দিন পর্যন্ত চলতে পারে স্মার্ট ঘড়িটি!