

Airtel গ্রাহকদের জন্য সুখবর। এ বার অ্যান্ড্রয়েড ও iOS ভার্সনে Airtel Thanks app-এর মাধ্যমে তিনমাসের জন্য ফ্রি YouTube Premium সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন Airtel ব্যবহারকারীরা। এই অফারের সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের Airtel Thanks app-এর More সেকশনের Rewards অপশনে যেতে হবে। এর পর বেছে নিতে প্রয়োজনীয় প্ল্যানটি। তবে বেশ কিছু শর্তও রয়েছে। বিশদে জেনে নিন এই নতুন অফার সম্পর্কে।


নির্বাচিত গ্রাহকদের জন্য ২০২১ সালের ২২ মে পর্যন্ত বৈধ থাকছে এই অফারটি। YouTube Premium-এর সাহায্যে ব্যবহারকারীরা বিজ্ঞাপন-ফ্রি ভিডিও, ব্যাকগ্রাউন্ড প্লে-ব্যাক অপশন, YouTube Music ও YouTube Originals-এর সুবিধা পেতে পারেন। তবে Airtel -এর তরফে এ নিয়ে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে।


সংস্থা জানাচ্ছে, একমাত্র নতুন YouTube ব্যবহারকারীরাই এই YouTube Premium সাবস্ক্রিপশনের অফার পাবেন। যাঁদের ফোনে আগে থেকেই এই প্ল্যান অ্যাক্টিভ রয়েছে, তাঁরা এই অফার পাবেন না। এমনকি যাঁদের YouTube Music Premium, YouTube Red বা Google Play Music সাবস্ক্রিপশন রয়েছে, তাঁরাও এই অফার পাবেন না।


Airtel জানাচ্ছে, যদি আগেই আপনার YouTube Music Premium বা Google Play Music-এর সাবস্ক্রিপশন ছিল বা বর্তমানে রয়েছে, তা হলে এই অফার শুধুমাত্র YouTube Premium-এর নন-মিউজিক ফিচারের ট্রায়াল সার্ভিস এনেবল করবে।


ফ্রি YouTube সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলে প্রতি মাসে ১২৯ টাকা করে চার্জ করা হবে গ্রাহকদের। তবে চাইলে বৈধতা শেষ হওয়ার আগে ব্যবহারকারীরা যে কোনও সময় এই তিন মাসের ফ্রি সাবস্ক্রিপশন বাতিল করে দিতে পারেন। এ ক্ষেত্রে কোনও রকম চার্জ লাগবে না।


উল্লেখ্য, এই সম্পর্কিত অফার যদি আপনার Airtel Thanks app-এ না দেখায়, তা হলে একটি ফর্ম পূরণ করার মাধ্যমে ট্রায়াল কোডের জন্য আবেদন জানাতে পারবেন গ্রাহকরা। তবে এই কোড পেতে ছ'মাস পর্যন্তও সময় লাগতে পারে। বলা বাহুল্য, YouTube Premium-এ সাইন আপ করার জন্য ব্যবহারকারীর একটি Google অ্যাকাউন্টও থাকতে হবে।


YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াও আরও সুবিধা পাচ্ছেন Airtel ব্যবহারকারীরা। সংস্থা জানাচ্ছে, Airtel Thanks app-এ গিয়ে কিছু টাস্ক পূরণ করলেই মিলবে রিওয়ার্ড পয়েন্ট। যা পরে কাজে লাগাতে পারবেন ব্যবহারকারীরা। জন্মের তারিখ, ভাষাসহ একাধিক ব্যক্তিগত নথি দিয়ে কিছু তথ্য পূরণ করলেই থাকছে নানা ধরনের গিফ্ট কুপনও। উল্লেখ্য, ইতিমধ্যেই ব্রডব্যান্ড ও পোস্টপেড গ্রাহকদের জন্য এক বছরের ফ্রি Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশনও দিচ্ছে Airtel।