

Vodafone-Idea-র পর এবার কলিং, ডেটার দাম বাড়াল Bharti Airtel। ৩ ডিসেম্বর থেকে মোবাইল রিচার্জের দাম বাড়াবে বলে ঠিক করেছে। এর কিছু ঘণ্টা আগেই Vodafone-Idea-ও নিজের কল রেট বাড়িয়ে দিয়েছে।


প্রায় ৪২ শতাংশ দাম বাড়িয়েছে এয়ারটেল ৷ আর এটা গ্রাহকদের কাছে মোটেই সুখবর নয় ৷ প্রতিদিন ৫০ পয়সা- ২.৮৫ টাকা খরচ বৃদ্ধি। এর সঙ্গে এখন কোম্পানির সব থেকে সস্তার রিচার্জ হল ৪৯ টাকা।


Airtel Thanks-এর সাহায্যে গ্রাহকরা পেয়ে যাবে এক্সক্লুসিভ অফার। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা Airtel Xstream অ্যাপে প্রিমিয়াম কনটেন্ট দেখতে পাবে। এতে গ্রাহকরা ১০,০০০ সিনেমা, এক্সক্লুসিভ শো, ৪০০ টিভি চ্যানেল, Wink মিউজিক, অ্যান্টি ভাইরাস ও পেয়ে যাবেন।


এখন ১২৯ টাকার প্যাকের দাম বেড়ে হয়েছে ১৪৮ টাকা। এর ভ্যালিডিটি ২৮ দিনের, সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং আর রয়েছে 2 GB ডেটা। এছাড়া থাকছে Airtel Xstream, Wynk Music আর হেলো টিউন্স।


এরপরের রিচার্জটি হল ২৪৮ টাকার, বৈধতা ২৮ দিনের। প্রতিদিন ১.৫ জিবি ডেটার সঙ্গে পেয়ে যাবেন ১০০টি এসএমএস । এছাড়াও থাকছে Airtel Xstream, Wynk Music আর অ্যান্টি ভাইরাস । ১৬৯ আর ১৯৯ টাকার প্যাকের বদলে এই রিচার্জটি আসছে বাজারে।


২৯৮ টাকার এই প্ল্যানের আগে খরচ ছিল ২৪৯ টাকা । এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং-এর সঙ্গে রয়েছে ২ জিবি ডেটা প্রতিদিন। এর সঙ্গে রয়েছে ১০০টি এসএমএস, বৈধতা ২৮ দিনের।


৫৯৮ টাকার প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫ জিবি ডেটার সঙ্গে পেয়ে যাবেন ১০০টি এসএমএস । ভ্যালিডিটি ৮৪ দিনের যা আগে ছিল ৮২ দিনের। ৫৯৮ টাকার এই প্ল্যানের আগে খরচ ছিল ৪৪৮ টাকা।


অন্য ৮২ দিনের প্ল্যানটির বৈধতা বেড়ে হয়েছে ৮৪ দিনের আর দাম হয়েছে ৬৯৮ টাকা। এই প্ল্যানে আনলিমিটেড কলিং-এর সঙ্গে রয়েছে দৈনিক ২জিবি ডেটা আর দিনে ১০০টি করে এসএমএস।


দুটি বার্ষিক প্ল্যান রয়েছে - একটি ১৪৯৬ টাকা যা আগে ছিল ৯৯৮ টাকা। এই প্ল্যানটি বৈধতা আগে ছিল ৩৩৬ দিন যা এখন হয়েছে ৩৬৫ দিন। সঙ্গে রয়েছে ২৪জিবি ডেটা আর ৩৬০০ এসএমএস।


এখন সবথেকে দামি প্ল্যানটি হচ্ছে ২৩৯৮ টাকার, আগে এই প্ল্যানটি ছিল ১৬৯৯ টাকার। আগেন মতো একই সুবধা থাকছে এই প্ল্যানটিতে। প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে ১০০টি করে এসএমএস।