হোম » ছবি » প্রযুক্তি » ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য ৯৮ টাকার প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel

ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য ৯৮ টাকার প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel

  • Bangla Editor

  • 14

    ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য ৯৮ টাকার প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel

    করোনায় ওয়ার্ক ফ্রম হোম। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। তাই বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’-এর ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে জিনপ্রিয় একটি প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে এয়ারটেল।

    MORE
    GALLERIES

  • 24

    ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য ৯৮ টাকার প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel

    এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। এবার ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য জিনপ্রিয় একটি ডেটা বেনিফিট প্ল্যান দ্বিগুণ ডেটা দিচ্ছে এয়ারটেল। এয়ারটেলের এই প্ল্যান হল ৯৮ টাকার অ্যাড অন প্যাক। আগে এই প্ল্যানে ৬জিবি ডেটা পাওয়া যেত। এবার ১২জিবি ডেটা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল ও এসএমএস ব্যবহারের সুবিধা থাকছে না। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের।

    MORE
    GALLERIES

  • 34

    ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য ৯৮ টাকার প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel

    অন্যদিটি নতুন ডেটা বেনিফিট প্ল্যান নিয়ে হাজির জিও। এই ৩টি অ্যাড-অন প্ল্যান হচ্ছে - ১৫১ টাকার, ২০১ টাকার আর ২৫১ টাকার। জিও-র ১৫১ টাকার প্ল্যানে ৩০জিবি অতিরিক্ত ডেটা, ২০১ টাকার প্ল্যানে ৪০জিবি অতিরিক্ত ডেটা আর ২৫১ টাকার প্ল্যানে ৫০জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। গ্রহাকদের চলতি প্ল্যানের দিনের ডেটা লিমিট শেষ হয়ে গেলে পরেও হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের জন্য এই প্ল্যানগুলি কাজে লাগবে। এই প্ল্যানগুলির আলাদা কোনও ভ্যালিডিটি নেই, আপনার বর্তমান প্ল্যানের সমান এর ভ্যালিডিটি।

    MORE
    GALLERIES

  • 44

    ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য ৯৮ টাকার প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel

    এই তিনটি নতুন অ্যাড অন প্ল্যান ছাড়াও বাজারে জিও গ্রাহদের জন্য আরও ৫টি অ্যাড-অন প্ল্যানের অপশন রয়েছে। ১১ টাকা, ২১ টাকা, ৩১ টাকা, ৫১ টাকা আর ১০১ টাকার। ১১ টাকার প্ল্যানে ৮০০ এমবি, ২১ টাকার প্ল্যানে ১জিবি, ৩১ টাকার প্ল্যানে ২ জিবি, ৫১ টাকার প্ল্যানে ৬ জিবি আর ১০১ টাকার প্ল্যানে ১২ জিবি ডেটা পাবে গ্রাহকরা।

    MORE
    GALLERIES