

করোনায় ওয়ার্ক ফ্রম হোম। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। তাই বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’-এর ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে জিনপ্রিয় একটি প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে এয়ারটেল।


এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। এবার ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য জিনপ্রিয় একটি ডেটা বেনিফিট প্ল্যান দ্বিগুণ ডেটা দিচ্ছে এয়ারটেল। এয়ারটেলের এই প্ল্যান হল ৯৮ টাকার অ্যাড অন প্যাক। আগে এই প্ল্যানে ৬জিবি ডেটা পাওয়া যেত। এবার ১২জিবি ডেটা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল ও এসএমএস ব্যবহারের সুবিধা থাকছে না। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের।


নিজের গ্রাহকদের জন্য ৩ নতুন ছোট ছোট রিচার্জ লঞ্চ করছে এয়ারটেল - ৯৯ টাকার, ১২৯ টাকার আর ১৯৯ টাকার। এই প্ল্যানগুলি লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য লঞ্চ করেছে এয়ারটেল। এর মধ্যে সব থেকে সস্তার পালন ৯৯ টাকার। এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবে দৈনিক ১জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ক্লিং-এর সুবিধা, যে কোনও নেটওয়ার্কে। সঙ্গে রয়েছে ১০০ এসএমএস বিনামূল্যে। এই রিচার্জের মেয়াদ ১৮ দিনের।