

এয়ারটেল নিজের গ্রাহকদের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় প্রিপেড প্ল্যান লঞ্চ করে থাকে। করোনা কালে ইন্টারনেটের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। আর সেই কারণে বর্তমানে সব গ্রাহকরাই বেশি ডেটা প্ল্যানের খোঁজে থাকে। আপনিও কি এমন কোনও প্ল্যান খুঁজছেন জেকাহ্নে আপনি দিনে ১.৫ জিবি করে ডেটা পাবেন আর যার মেয়াদও হয় প্রায় ২ মাস? তাহলে দেখে নিতে পারেন এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানগুলি...


এয়ারটেলের ৩৯৯ টাকার প্ল্যান - এয়ারটেলের এই প্ল্যানটির ভ্যালিডিটি ৫৬ দিনের। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন দৈনিক ১.৫ জিবি ডেটা আর সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা। যে কোনও নেটওয়ার্কেই গ্রাহকরা করতে পারবেন আনলিমিটেড কলিং। সেই সঙ্গে রয়েছে দিনে ১০০টি করে এসএমএস বিনামূল্যে।


এছাড়াও এই ৩৯৯ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন hellotunes ব্যবহারের সুযোগ বিনামূল্যে। কেও আবার যদি ফাস্ট্যাগ রিচার্জ করে তাহলে পেয়ে যাবেন ১৫০ টাকার ক্যাশব্যাক। আরও থাকছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়ামের সাবস্ক্রিপশন বিনামূল্যে আর Shaw Academy-তে এক বছরের জন্য ফ্রি কোর্স।


এয়ারটেলের ৫৯৮ টাকার প্ল্যান - এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন দৈনিক ১.৫ জিবি ডেটা আর সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা। যে কোনও নেটওয়ার্কেই গ্রাহকরা করতে পারবেন আনলিমিটেড কলিং। সেই সঙ্গে রয়েছে দিনে ১০০টি করে এসএমএস বিনামূল্যে।