

এয়ারটেল (Airtel) নিজেদের গ্রাহকদের জন্য অনেক ধরনের প্ল্যান অফার করে থাকে। করোনা কালে ইন্টারনেটের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। আর সেই কারণে বর্তমানে সব গ্রাহকরাই বেশি ডেটা প্ল্যানের খোঁজে থাকে। তাই তেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের জন্য একের পর এক আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসতে থাকছে। এয়ারটেলও নিজের গ্রাহকদের অনেকগুলি সস্তার প্ল্যান অফার করে, যাতে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়।


২৯৮ টাকা, ৩৪৯ টাকা আর ৪৪৯ টাকার রিচার্জে গ্রাহকরা প্রতিদিন পেয়ে যাবেন ২জিবি করে ডেটা, আর সেই সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং এর বেনিফিটও। জেনে নিন আর কি কি বেনিফিট রয়েছে এই তিনটি রিচার্জ প্ল্যানে...


২৯৮ টাকার প্ল্যান - কোম্পানির ২৯৮ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি ডেটা। এয়ারটেলের এই প্ল্যানটির ভ্যালিডিটি বা মেয়াদ ২৮ দিনের। মানে গ্রাহকরা মোট ৫৬জিবি ডেটা ব্যবহার করা সুযোগ পেয়ে যাবেন। সেই সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং যে কোনও নেটওয়ার্কে আর ১০০টি করে এসএমএস বিনামূল্যে।


এছাড়াও এই ২৯৮ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন বিনামূল্যে hellotunes ব্যবহার করার সুযোগ । কেও আবার যদি ফাস্ট্যাগ রিচার্জ করে তাহলে পেয়ে যাবেন ১০০ টাকার ক্যাশব্যাক। আরও থাকছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়ামের সাবস্ক্রিপশন বিনামূল্যে।


৩৪৯ টাকার প্ল্যান - এয়ারটেলের ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি ডেটা। এয়ারটেলের এই প্ল্যানটির ভ্যালিডিটি বা মেয়াদ ২৮ দিনের। মানে গ্রাহকরা মোট ৫৬জিবি ডেটা ব্যবহার করা সুযোগ পেয়ে যাবেন। সেই সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং যে কোনও নেটওয়ার্কে আর ১০০টি করে এসএমএস বিনামূল্যে।


এছাড়াও এই ৩৪৯ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন বিনামূল্যে hellotunes ব্যবহার করার সুযোগ । কেও আবার যদি ফাস্ট্যাগ রিচার্জ করে তাহলে পেয়ে যাবেন ১০০ টাকার ক্যাশব্যাক। আরও থাকছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম আর অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন বিনামূল্যে ।


৪৪৯ টাকার রিচার্জ - এয়ারটেলের ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি ডেটা। এয়ারটেলের এই প্ল্যানটির ভ্যালিডিটি বা মেয়াদ ৫৬ দিনের। মানে গ্রাহকরা মোট ১১২জিবি ডেটা ব্যবহার করা সুযোগ পেয়ে যাবেন। সেই সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং যে কোনও নেটওয়ার্কে আর ১০০টি করে এসএমএস বিনামূল্যে।