আপনার বাড়ির Air conditioner কি ঠিকঠাক কুলিং করছে না! তা হলে সবার আগে ফিল্টার চেক করে নিন। কারণ ফিল্টারে খুব তাড়াতাড়ি ধুলো জমে যায়।
2/ 6
অনেকে বছরের পর বছর এসি-র ফিল্টার বদলান না। ফলে দেখা যায়, গরম পড়তেই এসি ঠিকঠাক কুলিং করছে না।
3/ 6
ফিল্টারের সমস্যা কুলিং ঠিকঠাক হয় না। ফলে অনেকেই ঘন্টার পর ঘন্টা এসি চালিয়ে রাখেন। আর তাতে বিদ্যুতের বিল আসে অনেক বেশি।
4/ 6
এসি প্যানেলের ভিতর একটি ফিল্টার থাকে। তাতে ধুলো জমে যায় সময়ের সঙ্গে সঙ্গে। অনেক সময় সেটা পরিষ্কার করা যায়। তবে অনেক পুরনো হয়ে গেলে ফিল্টার বদলে ফেলাই ভাল।
5/ 6
ফিল্টারে নোংরা জমে থাকলে কম্প্রেসার ঠিকঠাক কাজ করে না। ফলে এসি ঠিকঠাক কুলিং করে না।
6/ 6
ফিল্টারে ধূলো জমে থাকলে এয়ারফ্লো বাধা পায়। প্রতি ২ বা তিন সপ্তাহে সেই ফিল্টার খুলে পরিষ্কার করে নেওয়া ভাল। স্প্লিট হোক বা উইন্ডো, দুধরণের এসিতেই ফিল্টার থাকে।
এসি প্যানেলের ভিতর একটি ফিল্টার থাকে। তাতে ধুলো জমে যায় সময়ের সঙ্গে সঙ্গে। অনেক সময় সেটা পরিষ্কার করা যায়। তবে অনেক পুরনো হয়ে গেলে ফিল্টার বদলে ফেলাই ভাল।
ফিল্টারে ধূলো জমে থাকলে এয়ারফ্লো বাধা পায়। প্রতি ২ বা তিন সপ্তাহে সেই ফিল্টার খুলে পরিষ্কার করে নেওয়া ভাল। স্প্লিট হোক বা উইন্ডো, দুধরণের এসিতেই ফিল্টার থাকে।