হোম » ছবি » প্রযুক্তি » WhatsApp-এর নয়া ফিচার, এবার টাইপ নয় স্ক্যান করে সেভ করুন নতুন কনট্যাক্ট

WhatsApp-এর নয়া ফিচার, এবার টাইপ নয় স্ক্যান করে সেভ করুন নতুন কনট্যাক্ট

  • Bangla Editor

  • 15

    WhatsApp-এর নয়া ফিচার, এবার টাইপ নয় স্ক্যান করে সেভ করুন নতুন কনট্যাক্ট

    হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়াতা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার iOS বিটা ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এই লেটেস্ট ফিচারটি হল QR Code।

    MORE
    GALLERIES

  • 25

    WhatsApp-এর নয়া ফিচার, এবার টাইপ নয় স্ক্যান করে সেভ করুন নতুন কনট্যাক্ট

    এই ফিচারটি চলে এলে হোয়াটসঅ্যাপে নম্বর সেভ করার প্রক্রিয়া পুরো বদলে যাবে। নতুন কারুর নম্বর কন্টাক্টস লিস্টে যোগ করার জন্য ব্যবহারকারীকে শুধু QR Code scan করতে হবে। এই ফিচারটি 2.20.171 ভার্সনে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে নিজের নামের পাশে ডান দিকে নিজের কাস্টম কিউআর কোড দেখতে পাবেন।

    MORE
    GALLERIES

  • 35

    WhatsApp-এর নয়া ফিচার, এবার টাইপ নয় স্ক্যান করে সেভ করুন নতুন কনট্যাক্ট


    QR কোডের সাহায্যে কীভাবে নম্বর যোগ করবেন - সেটিংসে গিয়ে আপনি কিউআর কোড অপশন দেখতে পাবেন। এই কিউআর কোড ক্লিক করলেই আপনি নিজের নামের সঙ্গে QR আইকন দেখতে পাবেন। তার ঠিক নিচে স্ক্যান অপশন থাকবে। সেটা তে ক্লিক করে ফোন কিউআর কোডের উপরে রেখে স্ক্যান করে নিন। এবার সেভ করে নম্বর ফোনে সেভ করে নিন।

    MORE
    GALLERIES

  • 45

    WhatsApp-এর নয়া ফিচার, এবার টাইপ নয় স্ক্যান করে সেভ করুন নতুন কনট্যাক্ট

    আপনি চাইলে খুব সহজেই এবার নিজের নম্বর বা অন্য কারুর নম্বরও QR কোডের সাহায্যে শেয়ার করতে পাড়বেন। এর জন্য সেটিংসে গিয়ে আপনি কিউআর কোড অপশন দেখতে পাবেন। এই কিউআর কোড ক্লিক করলেই আপনি নিজের নামের সঙ্গে QR আইকন দেখতে পাবেন। এবার শেয়ার অপশনে ক্লিক করুণ আর যাকে পাঠাতে চান কন্টাক্টস লিস্ট থেকে তার নম্বর বেছে তাঁকে পাঠিয়ে দিন।

    MORE
    GALLERIES

  • 55

    WhatsApp-এর নয়া ফিচার, এবার টাইপ নয় স্ক্যান করে সেভ করুন নতুন কনট্যাক্ট

    আর যদি আপনার মনে হয় যে আপনি ভুল কিউআর কোড পাঠিয়েছেন বা ভুল কাউকে পাঠিয়ে দিয়েছেন তো আপনি সহজেই সেটা ফেরত নিয়ে নিতে পাড়বেন। রিসেট কিউআর কোডের সাহায্যে এটিকে সরিয়ে সনে সঙ্গে একটি নতুন কোড তৈরি করে নিতে পাড়বেন।

    MORE
    GALLERIES