এই ফিচারটি চলে এলে হোয়াটসঅ্যাপে নম্বর সেভ করার প্রক্রিয়া পুরো বদলে যাবে। নতুন কারুর নম্বর কন্টাক্টস লিস্টে যোগ করার জন্য ব্যবহারকারীকে শুধু QR Code scan করতে হবে। এই ফিচারটি 2.20.171 ভার্সনে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে নিজের নামের পাশে ডান দিকে নিজের কাস্টম কিউআর কোড দেখতে পাবেন।
আপনি চাইলে খুব সহজেই এবার নিজের নম্বর বা অন্য কারুর নম্বরও QR কোডের সাহায্যে শেয়ার করতে পাড়বেন। এর জন্য সেটিংসে গিয়ে আপনি কিউআর কোড অপশন দেখতে পাবেন। এই কিউআর কোড ক্লিক করলেই আপনি নিজের নামের সঙ্গে QR আইকন দেখতে পাবেন। এবার শেয়ার অপশনে ক্লিক করুণ আর যাকে পাঠাতে চান কন্টাক্টস লিস্ট থেকে তার নম্বর বেছে তাঁকে পাঠিয়ে দিন।