বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়ার সময় শুরু হয়ে গিয়েছে। সন্তানকে নিজের পছন্দের স্কুলে ভর্তি করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছি। বাচ্চাদের স্কুলে ভর্তি করতে গেলে বেশ কিছু ডকুমেন্ট লাগে, তার মধ্যে একটি Aadhaar Card। এই জন্য গত কয়ে মাসে ইউআইডিএআই (UIDAI) কাছে সব থেকে বেশি বাচ্চাদের আধারের জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছে।
এবার সন্তানের জন্মের পরই আধার কার্ড তৈরি সম্ভব। ইউআইডিএআই (UIDAI বা Unique Identification Authority of India)-এর তরফে জানানো হয়েছে, শিশুদের জন্য আধার কার্ড অত্যন্ত জরুরি। তাই শিশুর জন্মগ্রহণের পরই সেই আধার কার্ড তৈরি করার নিয়ম জারি করা হয়েছে। এই আধার কার্ড অবশ্য ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রযোজ্য।
শিশুদের জন্য তৈরি এই বিশেষ আধার কার্ডের নাম দেওয়া হয়েছে ‘বাল আধার কার্ড’। আপনার বছরের বয়েস যদি ৫ বছরের কম হয় তাহলে দরকার পড়বে বাচ্চার জন্মের সংশাপত্র বা বার্থ সার্টিফিকেট। আর যদি আপার বাচ্চার জন্মের সংশাপত্র না থাকে তাহলে বাবা না মা কারুর আধার নিয়ে গেলেই হবেবাবা-মায়ের আধার নম্বরও সেখানে নথিভুক্ত করতে হবে।