প্রতিদিেনর বহু ঘটনারই কারণ আমরা কখনও জানার চেষ্টা করিনি৷ অনেকে অবশ্য খোঁজ রাখেন, ঘেঁটে দেখেন ইতিহাস-ভূগোল কিংবা বিজ্ঞানের পাতা৷ কিন্তু ব্যস্ততার এই জীবনে আপ-টু-ডেট থাকাও সম্ভব হয় না৷ ফোনে কথা বলা শুরু করার সময় আমরা প্রায় সবাই প্রথমেই 'হ্যালো' শব্দটি বলি। কখনও ভেবে দেখেছেন, কেন আমরা এই শব্দটি বলেই কথা শুরু করি?