ভারতের হয়ে ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। লোকে তাঁকে টি-২০ স্পেশালিস্ট বলতে শুরু করেছিল। সেই যুবরাজ সিং এবার টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে বড় প্রশ্ন তুললেন।
2/ 6
এক অনুষ্ঠানে এসে এদিন যুবি বলেন, পাঁচ লাখ টাকার জন্য পাঁচ দিন ধরে এখন কে খেলবে! টি-২০ খেললে ৫০ লাখ টাকা পাওয়া যায়।
3/ 6
যুবরাজ আরও বলেন, এখন আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারও ৮-১০ কোটি টাকা উপার্জন করছে। টি-২০ ক্রিকেট থাকবে। কারণ, দর্শক চাইছে।
4/ 6
যুবরাজ একদিনের ক্রিকেটের ভবিষ্যত্ নিয়েও চিন্তিত। বললেন, টি-২০ ম্যাচ দেখার পর ওয়ান-ডে ক্রিকেটও টেস্টের মতো মনে হয়। ২০ ওভার হওয়ার পর অনেকে ভাবেন, আরও ৩০ ওভার দেখতে হবে!
5/ 6
যুবরাজ মনে করেন, দর্শক এখন টি-২০ ক্রিকেট দেখতে চায়। টেস্ট ক্রিকেট নিয়ে সারা বিশ্বে উত্সাহ কমছে। আর খুব তাড়াতাড়ি টি-২০ ক্রিকেট সব দখল করবে।
6/ 6
যুবরাজ সিং ভারতের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন। টেস্ট ক্রিকেট জৌলুস হারানোয় তাঁর মন খারাপ হয়। এমনটাই জানিয়েছেন যুবি।