সচিনের এই ট্যুইটের পরই কেরলের বহু মানুষই তাঁর উপরে রুষ্ট হয়েছেন৷ এমন কি, অনেকে ট্যুইটারেই টেনিস তারকা মারিয়া শারাপোভার কাছে ক্ষমাও চেয়ে নেন৷ কারণ বছর সাতেক আগে একটি সাংবাদিক বৈঠকে সচিনের নাম শুনে তাঁকে চিনতে না পারায় ভারতীয়দের রোষের মুখে পড়তে হয়েছিল শারাপোভাকে৷ কৃষক আন্দোলন নিয়ে সচিনের অবস্থানে মালয়ালি ভাষাভাষীদের একাংশ এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে, বিশ্বকাপজয়ী ক্রিকেটারের সমর্থনে অতীতে শারাপোভাকে আক্রমণ করায় টেনিস তারকার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁরা৷Photo-ANI