হোম » ছবি » খেলা » Virat Kohli Record In Finals: ফাইনালে নামলে কী হয় কোহলির! বারবার কেন ফ্লপ?
Virat Kohli Record In Finals: ফাইনালে নামলে কী হয় কোহলির! বারবার কেন ফ্লপ?
Bangla Digital Desk
1/ 5
টিম ইন্ডিয়ার রান মেশিন তিনি। বিশ্বের যে কোনও প্রথম সারির বোলারকে তিনি চ্যালেঞ্জ-এর সামনে ফেলতে পারেন। কিন্তু সেই বিরাট কোহলির যে কোনও টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামলেই কী যে হয়!
2/ 5
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুটি ইনিংসেই বড় ইনিংস খেলতে ব্যর্থ কোহলি। এর আগেও বারবার ফাইনালে নামলেই কোহলি ফ্লপ হয়েছেন।
3/ 5
সাউদাম্পটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমে প্রথম ইনিংসে করেছিলেন ৪৪ রান। দ্বিতীয় ইনিংসে ১৩। প্রথম ইনিংসে ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন কোহলি।
4/ 5
এবার একটু পরিসংখ্যান দেখা যাক। কোহলি ওয়ান-ডে ক্রিকেটে আটটি ফাইনাল খেলেছেন। রান করেছেন ১৫৪। গড় প্রায় ২২। সর্বোচ্চ রান করেছেন ৪৩। টি-২০-তে দুটি ফাইনাল খেলেছেন। রান করেছেন ১১৮। সর্বোচ্চ রান ৭৭।
5/ 5
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ দিনে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ছিল ৬৪/২। কোহলি পঞ্চম দিনে ৮ রানে অপরাজিত ছিলেন। পুজারা খেলছিলেন ১২ রানে। এর পর কোহলি আর মাত্র ৫ রান করেন। দুটি ইনিংসেই তাঁকে আউট করলেন কাইল জেমিসন।
Virat Kohli Record In Finals: ফাইনালে নামলে কী হয় কোহলির! বারবার কেন ফ্লপ?
টিম ইন্ডিয়ার রান মেশিন তিনি। বিশ্বের যে কোনও প্রথম সারির বোলারকে তিনি চ্যালেঞ্জ-এর সামনে ফেলতে পারেন। কিন্তু সেই বিরাট কোহলির যে কোনও টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামলেই কী যে হয়!
Virat Kohli Record In Finals: ফাইনালে নামলে কী হয় কোহলির! বারবার কেন ফ্লপ?
সাউদাম্পটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমে প্রথম ইনিংসে করেছিলেন ৪৪ রান। দ্বিতীয় ইনিংসে ১৩। প্রথম ইনিংসে ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন কোহলি।
Virat Kohli Record In Finals: ফাইনালে নামলে কী হয় কোহলির! বারবার কেন ফ্লপ?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ দিনে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ছিল ৬৪/২। কোহলি পঞ্চম দিনে ৮ রানে অপরাজিত ছিলেন। পুজারা খেলছিলেন ১২ রানে। এর পর কোহলি আর মাত্র ৫ রান করেন। দুটি ইনিংসেই তাঁকে আউট করলেন কাইল জেমিসন।