হোম » ছবি » খেলা » ২২ মেডেন, চারটি মাত্র বাউন্ডারি দিয়ে ৯ উইকেট! Kyle Jamieson একাই একশো
WTC Final: ২২ মেডেন, চারটি মাত্র বাউন্ডারি দিয়ে ৯ উইকেট! Kyle Jamieson একাই একশো
Bangla Digital Desk
1/ 5
২২টি মেডেন। মাত্র চারটি বাউন্ডারি মেরে ৯ উইকেট। যেন স্বপ্নের স্পেল করলেন কাইল জেমিসন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট ক্রিকেটের অস্তিত্ব থাকলে আরও একশো বছর নিউ জিল্যান্ডের এই অলরাউন্ডারের এমন রেকর্ড নিয়ে কথা হবে বারবার।
2/ 5
৬ ফিট ৮ ইঞ্চির এই অলরাউন্ডার ভারতীয় ব্যাটসম্যানদের জন্য একের পর এক ফাঁদ পেতেছিলেন। আর সেই ফাঁদে পা দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
3/ 5
Southampton-এর The Rose Bowl-এ মোট ৪৬ ওভার বোলিং করলেন জেমিসন। অর্থাত্ মোট ২৭৬টি বল করলেন তিনি। তার মধ্য়ে ২৪৭ ডট বল।
4/ 5
২৬ বছরের এই দীর্ঘদেহী পেসার শুধু পেস নয়, সুইং দিয়েও ঘায়েল করলেন ভারতের বিশ্বসেরা ব্যাটসম্যানদের। কখনও আউট, কখনও ইনসুইংয়ে বিরক্ত করলেন কোহলিদের। আর তাঁর পাতা ফাঁদেই বারবার পা দিয়ে ফেললেন ভারতীয় ব্যাটসম্যানরা।
5/ 5
রোহিত শর্মা আউট হলেন সাধারণ আউট সুইংয়ে। ঋষভ পন্থ যে বলে আউট হলেন সেটিকে দুর্বল ডেলিভারি বলা চলে। তবে কোহলিকে অসাধারণ এক ডেলিভারিতে আউট করেছিলেন জেসিমন।
WTC Final: ২২ মেডেন, চারটি মাত্র বাউন্ডারি দিয়ে ৯ উইকেট! Kyle Jamieson একাই একশো
২২টি মেডেন। মাত্র চারটি বাউন্ডারি মেরে ৯ উইকেট। যেন স্বপ্নের স্পেল করলেন কাইল জেমিসন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট ক্রিকেটের অস্তিত্ব থাকলে আরও একশো বছর নিউ জিল্যান্ডের এই অলরাউন্ডারের এমন রেকর্ড নিয়ে কথা হবে বারবার।
WTC Final: ২২ মেডেন, চারটি মাত্র বাউন্ডারি দিয়ে ৯ উইকেট! Kyle Jamieson একাই একশো
২৬ বছরের এই দীর্ঘদেহী পেসার শুধু পেস নয়, সুইং দিয়েও ঘায়েল করলেন ভারতের বিশ্বসেরা ব্যাটসম্যানদের। কখনও আউট, কখনও ইনসুইংয়ে বিরক্ত করলেন কোহলিদের। আর তাঁর পাতা ফাঁদেই বারবার পা দিয়ে ফেললেন ভারতীয় ব্যাটসম্যানরা।
WTC Final: ২২ মেডেন, চারটি মাত্র বাউন্ডারি দিয়ে ৯ উইকেট! Kyle Jamieson একাই একশো
রোহিত শর্মা আউট হলেন সাধারণ আউট সুইংয়ে। ঋষভ পন্থ যে বলে আউট হলেন সেটিকে দুর্বল ডেলিভারি বলা চলে। তবে কোহলিকে অসাধারণ এক ডেলিভারিতে আউট করেছিলেন জেসিমন।