আইপিএলের মাঝেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে মোট ১৫ জনের দল ঘোষণা করেছে। আগামী ৭ থেকে ১১ই জুন অস্ট্রলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। যেই দলে অজিঙ্কে রাহানের কামব্যাক যেমন বড় চমক। তেমনই তিন তারকা যথার্থ সুযোগ না পেয়ে বাদ পড়া নিয়ে উঠছে প্রশ্ন।
এক ঝলকে দেখে নিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় দল। রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।