রিজার্ভ ডে। গত কয়েকটা দিনের মতো ছিল না বুধবারের সকাল। মেঘ, বৃষ্টির জন্য গত কয়েকদিনে বারহার বিঘ্নিত হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ম্য়াচের প্রথম ও চতুর্থ দিন তো খেলাই হয়নি। দর্শকদের যেন ধৈর্যের পরীক্ষা হয়েছে। ক্রিকেটারদেরও। তবে বুধবার সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে। যদিও এমন রৌদ্রজ্জ্বল দিন ভারতীয় ক্রিকেটের জন্য ভাল কোনও বার্তা বয়ে আনল না।
বিরাট কোহলি রান পাননি। রোহিত শর্মাও বড় রান গড়তে ব্যর্থ। পুজারা আবার ফ্লপ। রাহানেও ১৫-তেই আউট। এমন পরিস্থিতিতে জাদেজা আর পন্থের উপর বাড়তি দায়িত্ব ছিল। এই সিরিজ চলাকালীন জাদেজা আবার আইসিসির বিচারে বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন। কিন্তু তিনি এদিন নামের সঙ্গে সুবিচার করতে পারলেন না। ৪৯ বলে ১৬ করে আউট হলেন।