WTC ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দলে ঋদ্ধিমান সাহা নেই। আছেন কে এস ভরত। আইপিএলে দুজনে একই দলে খেলছেন এবার। গুজরাট টাইটান্সের একের পর এক ম্যাচে খেলছেন ঋদ্ধি। অথচ সুযোগ পাচ্ছেন না ভরত।
2/ 5
বিদেশের মাটিতে ঋদ্ধিমানের পারফরম্যান্স কে এস ভরতের থেকে ভাল। আইপিএলেও ভরতের থেকে পারফরম্যান্স এগিয়ে ঋদ্ধি। তবুও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে কেন কে এস ভরত!
3/ 5
একটা সময় অজিঙ্ক রাহানের মতো ঋদ্ধিও ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। দুজনকেই বিসিসিআই সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে বাদ দিয়েছিল। এদিকে আইপিএলের পারফরম্যান্সের বিচারে রাহানে টেস্ট দলে আবার ফিরলেন। কিন্তু ঋদ্ধিকে সুযোগ দেওয়া হল না।
4/ 5
ভরত ভারতীয় দলের হয়ে ৪টি টেস্ট খেলেছেন। সব মিলিয়ে রান ১০১। তাঁর কিপিং নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। অন্যদিকে, বিরাট কোহলি নিজে ঋদ্ধির কিপিং নিয়ে প্রশংসা করেছিলেন।
5/ 5
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ঋদ্ধিকে জানিয়েছিলেন, তাঁর বদলে কে এস ভরতকে ভারতীয় দলের কিপার হিসেবে ভাবা হচ্ছে। কোচের থেকে এমন কথা শুনে ঋদ্ধি আশাহত হয়েছিলেন।
বাঙালি বলেই কি বাদ ঋদ্ধিমান সাহা! ভাল খেলেও WTC ফাইনালের দলে জায়গা নেই
WTC ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দলে ঋদ্ধিমান সাহা নেই। আছেন কে এস ভরত। আইপিএলে দুজনে একই দলে খেলছেন এবার। গুজরাট টাইটান্সের একের পর এক ম্যাচে খেলছেন ঋদ্ধি। অথচ সুযোগ পাচ্ছেন না ভরত।
বাঙালি বলেই কি বাদ ঋদ্ধিমান সাহা! ভাল খেলেও WTC ফাইনালের দলে জায়গা নেই
বিদেশের মাটিতে ঋদ্ধিমানের পারফরম্যান্স কে এস ভরতের থেকে ভাল। আইপিএলেও ভরতের থেকে পারফরম্যান্স এগিয়ে ঋদ্ধি। তবুও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে কেন কে এস ভরত!
বাঙালি বলেই কি বাদ ঋদ্ধিমান সাহা! ভাল খেলেও WTC ফাইনালের দলে জায়গা নেই
একটা সময় অজিঙ্ক রাহানের মতো ঋদ্ধিও ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। দুজনকেই বিসিসিআই সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে বাদ দিয়েছিল। এদিকে আইপিএলের পারফরম্যান্সের বিচারে রাহানে টেস্ট দলে আবার ফিরলেন। কিন্তু ঋদ্ধিকে সুযোগ দেওয়া হল না।
বাঙালি বলেই কি বাদ ঋদ্ধিমান সাহা! ভাল খেলেও WTC ফাইনালের দলে জায়গা নেই
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ঋদ্ধিকে জানিয়েছিলেন, তাঁর বদলে কে এস ভরতকে ভারতীয় দলের কিপার হিসেবে ভাবা হচ্ছে। কোচের থেকে এমন কথা শুনে ঋদ্ধি আশাহত হয়েছিলেন।