মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্সের প্রথম ২০ ওভারে ব্যাটে-বলে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে যেমন ফের একবার নিজের স্পিনের ভেলকি দেখালেন বঙ্গ তনয়া সাইকা ইশাক। অপরদিকে, অধিনায়কোচিত ইনিংস খেললেন অ্যালিসা হেলি। অনবদ্য ব্যাটিং করলেন তাহিলা ম্যাকগ্রা।
2/ 6
এদিন দেবিকা বৈদ্য ও কিরণ নভগির ব্যাটিংয়ে ব্যর্থ হলেও অ্যালিসা হেলি ও তাহিলা ম্যাকগ্রা মিলে দলের ইনিংসের রাশ ধরেন। দুজন মিলে দুরন্ত ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপও করেন। ৫৮ থেকে দলের স্কোরকে ১৪০-এ পৌছে দেন অ্যালিসা হেলি ও তাহিলা ম্যাকগ্রা।
3/ 6
হেলি ও ম্যাক গ্রা দুজনেই তাদের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৫৮ রান করে আউট হন হেলি। ৭টি চার ও ১ট ছয়ে সাজানো তার ইনিংস। অপরদিতে ৩৭ বলে ৫০ করে আউট হন ম্যাকগ্রা। ৯টি চার মারেন তিনি।
4/ 6
কিন্তু হেলি ও ম্যাকগ্রা আউট হতেই পরের দিকে কোনও ব্যাটার সেইভাবে দাগ কাটতে পারেনি। শেষ ৩ ওভারে খুব বেশি রান ওঠেনি ইউপির। সেখানে ম্যাচে অনেকটাই কামব্যাক করে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করল ইউপি।
5/ 6
এদিনন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনবদ্য বোলিং করেন বাংলার মেয়ে সাইকা ইশাক। তিনি ফের দলের হয় সর্বোচ্চ উইকেট শিকারী হলেন। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন সাইকা। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও এই বঙ্গতনয়া বাঁ হাতি স্পিনার।
6/ 6
এছাড়া মুম্বইয়ের হয়ে দুটি উইকেট নেন অ্যামেলিয়া কের। একটি উইকেট নেন হেইলি ম্যাথিউজ। ম্যাচ জিততে গেলে মুম্বই ইন্ডিয়ান্সের টার্গেট ১৬০ রান। মুম্বই শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে এই রান করা খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে লড়াই দিতে প্রস্তুত ইউপি।
এদিন দেবিকা বৈদ্য ও কিরণ নভগির ব্যাটিংয়ে ব্যর্থ হলেও অ্যালিসা হেলি ও তাহিলা ম্যাকগ্রা মিলে দলের ইনিংসের রাশ ধরেন। দুজন মিলে দুরন্ত ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপও করেন। ৫৮ থেকে দলের স্কোরকে ১৪০-এ পৌছে দেন অ্যালিসা হেলি ও তাহিলা ম্যাকগ্রা।
হেলি ও ম্যাক গ্রা দুজনেই তাদের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৫৮ রান করে আউট হন হেলি। ৭টি চার ও ১ট ছয়ে সাজানো তার ইনিংস। অপরদিতে ৩৭ বলে ৫০ করে আউট হন ম্যাকগ্রা। ৯টি চার মারেন তিনি।
কিন্তু হেলি ও ম্যাকগ্রা আউট হতেই পরের দিকে কোনও ব্যাটার সেইভাবে দাগ কাটতে পারেনি। শেষ ৩ ওভারে খুব বেশি রান ওঠেনি ইউপির। সেখানে ম্যাচে অনেকটাই কামব্যাক করে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করল ইউপি।
এদিনন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনবদ্য বোলিং করেন বাংলার মেয়ে সাইকা ইশাক। তিনি ফের দলের হয় সর্বোচ্চ উইকেট শিকারী হলেন। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন সাইকা। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও এই বঙ্গতনয়া বাঁ হাতি স্পিনার।
এছাড়া মুম্বইয়ের হয়ে দুটি উইকেট নেন অ্যামেলিয়া কের। একটি উইকেট নেন হেইলি ম্যাথিউজ। ম্যাচ জিততে গেলে মুম্বই ইন্ডিয়ান্সের টার্গেট ১৬০ রান। মুম্বই শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে এই রান করা খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে লড়াই দিতে প্রস্তুত ইউপি।