রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবদানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইউপি ওয়ারিয়র্স। অ্যালিসা হেলি ও দেবিকা বৈদ্য কিছুটা লড়াই করলেও, কিরণ নভগির, শ্বেতা শেরাওয়াত, দীপ্তি শর্মারা ব্যাটিংয়ে ব্যর্থ হন। ৩১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ইউপির ইনিংস।