সোমবার দিন মেগা বৈঠকে স্থির হয়ে গেছে বিশ্বকাপে -র দলে কোন ১৫ জন থাকবেন ৷ Photo Courtesy- BCCI/ Twitter
2/ 4
তবে বিশ্বকাপের দলের সঙ্গে থাকছেন আরও চার পেসারও ৷ আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতেই এই চার পেসারকে বেছে নেওয়া হয়েছে ৷ যাঁরা বিশ্বকাপের দলের সঙ্গে থাকবেন ৷ এঁরা হলেন নভদীপ সাইনি, আবেশ খান, খলিল আহমেদ ও দীপক চাহার ৷ Photo -File
3/ 4
এই চার পেসার মূলত নেচট বোলার হিসেবে ভারতীয় দলকে সাহায্য করবে ৷ কারণ ইংল্যান্ডের মাটিতে যেহেতু পেস বোলাররাই মূলত গেমচেঞ্জার হবে তাই বিভিন্ন রকম পেস বোলারের অপশন যাতে অনুশীলনে পায় তার দিকে নজর রাখছে টিম ম্যানেজমেন্ট ৷ Photo -File
4/ 4
একমাত্র আবেশ খান অবশ্য এবারের আইপিএলে একটিমাত্র ম্যাচ খেলেছেন ৷ তবে খলিল আহমেদ ও দীপক চাহার কিন্তু নিয়মিত আইপিএলের জার্সিতে ফাটিয়ে পারফরম্যান্স করেছেন ৷ তাই তাঁরা ইংল্যান্ডের নেট অনুসীলনে দলকে সাহায্য করবেন ৷ Photo -File