কেরিয়ারে কি এর আগে এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন বিরাট কোহলি? হয়তো না। এটাই কোহলির ক্রিকেট জীবনের সব থেকে খারাপ সময়।
2/ 6
ক্যাপ্টেন্সি খুইয়েছেন। মাঠে যেন তাঁর আর কোনও অস্তিত্বই নেই। তিনি আসেন আর যান। আগের সেই কলার তোলা মনোভাব উধাও। বিরাট কোহলি এখন একেবারে শান্ত। এমন কোহলিকে আগে কিন্তু কেউ দেখেননি।
3/ 6
চলতি আইপিএলে পর পর ২ ম্যাচে গোল্ডেন ডাক কোহলি। এমনটা আগে হয়নি। মাঠে নেমে একটা বলও খেলতে পারছেন না বিরাট। তাঁর হলটা কী! কেন রান করতে পারছেন না!
4/ 6
আরসিবির কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, বিরাট কোহলির হাতে যা যা ছিল, সব করেছে। এমন একটা সময়ের মধ্যে দিয়ে ও যাচ্ছে যে কিছু ব্যাপার আর ওর নিয়ন্ত্রণে নেই।
5/ 6
বাঙ্গার আরও বলছেন, প্রথম বলে খেলা ওর শট থেকেও ক্যাচ উঠছে। আর সেই ক্যাচ ফিল্ডাররা ধরেও নিচ্ছে। এটা একটা খারাপ সময়। বিরাটের কিছুই করার নেই।
6/ 6
কোহলির পাশে দাঁড়িয়েছেন সুনীল গাভাসকরও। তিনি বলেছেন, কোহলির যা যা করার সব করছে। ওর ফিটনেস ইস্যু নয়। মনোসংযোগেও ব্য়াঘাত ঘটেনি। আসলে এমন দুঃসময় সবার জীবনে আসে। ও নিশ্চয়ই এই সময়টা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।