বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোহলিকে তাঁরা টি-২০ ক্যাপ্টেন্সি না ছাড়ার আর্জি জানিয়েছিলেন। তবে কোহলি কারও কথা শোনেননি। তাই বোর্ড তাঁকে একদিনের ক্রিকেটেও অধিনায়কের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়। কারণ সীমিত ওভারের ক্রিকেটে দুজন অধিনায়ক রাখতে নারাজ ছিল বোর্ড। আর সৌরভের এমন বিবৃতি নিয়েই এবার সন্দেহ প্রকাশ করলেন রাজকুমার শর্মা।
একটি পডকাস্টে রাজকুমার শর্মা বলেছেন, ''আমি বিসিসিআই সভাপতির বিবৃতি শুনেছি। তবে এমন কিছু হয়েছে বলে মনে করতে পারছি না। বিসিসিআই-এর উচিত ছিল, কোহলিকে একদিন ও টি-২০, দুই ফরম্যাটের ক্রিকেটে ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করতে বলা অথবা পদত্যাগ করতে বারণ করা! সেটা করা হয়েছে বলে মনে হচ্ছে না। সভাপতির বিবৃতি আমাকে অবাক করেছে।''