অলিম্পিক্সের সোনার পদকে ঠিক কতটুকু সোনা থাকে! অনেকেই হয়তো জানেন না, সোনার পদকে সোনা থাকে মাত্র ১.৩৪ শতাংশ। ৫৫৬ গ্রাম ওজনের পদকে সোনা থাকে ৬ গ্রাম। বাকিটা রুপো। রুপোর পদক হয় ৫৫০ গ্রাম। আর তাতে পুরোটাই রুপো থাকে। ব্রোঞ্জ পদকের ওজন হয় ৪৫০ গ্রাম। তাতে ৯৫ শতাংশ ব্রোঞ্জ থাকে ৫ শতাংশ জিঙ্ক।